Morbi bridge Accident: মোরবি সেতু বিপর্যয়ের দায়, ওরেভা কোম্পানিকে মৃতদের পরিবারকে ১০লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
মোরবি সেতু দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রত্যেককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য ওরেভা কোম্পানির এমডি জয়সুখভাই প্যাটেলকে নির্দেশ দিল গুজরাট হাইকোর্ট
মোরবি সেতু দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রত্যেককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য ওরেভা কোম্পানির এমডি জয়সুখভাই প্যাটেলকে নির্দেশ দিল গুজরাট হাইকোর্ট।
গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে তদন্তে উঠে এসেছে একের পর এক গাফিলতির অভিযোগ। বিশেষ তদন্ততকারী দল বা সিটের রিপোর্ট জানিয়েছে যে মোরবি সেতুর দু’টি প্রধান তার আগেই ক্ষয়ে গিয়েছিল।এমনকি রিপোর্টে দাবি করা হয়েছে, গত ৩০ অক্টোবর বিপর্যয় ঘটে যাওয়ার আগেই বিপজ্জনক অবস্থায় ছিল সেতুটি।তদন্তকারীরা এ-ও বলছেন, সেতু সংস্কারের সময় পুরনো কেবল বা তারগুলি বদল করা হয়নি। অনেক তারেই মরচে পড়ে গিয়েছিল। সেই তারে রং করেই চকচকে রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল। শুধু তাই নয়, সেতুর ৪৯টি তারের মধ্যে ২২টিতে ক্ষয় দেখা গিয়েছিল। ২৭টি তার দুর্ঘটনার সময় ছিঁড়ে পড়ে।
মোরবি ঝুলন্ত সেতুর তার পরিবর্তন করা হলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, সংস্কারের কাজে যে ঠিকাদার সংস্থাকে নিয়োগ করা হয়েছিল, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে রিপোর্টে। বলা হয়েছে, সংস্কারের পর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে বরাত পাওয়া ওরেভা সংস্থা সরকারি অনুমোদনও নেয়নি। তাই ঘটনার জন্য পরোক্ষ ভাবে ওরেভাকে দায়ী করে এই রায় শোনাল গুজরাট হাইকোর্ট।