Moonsoon Update: তীব্র দাবদাহ থেকে মুক্তি! সময়ের আগেই কেরলে প্রবেশ করল বর্ষা- জানাল আবহাওয়া অফিস

২০২৩ সালের ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছিল। সেই তুলনায় এ বার অনেকটা আগেই প্রবেশ করল বর্ষা। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহ শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

Moonsoon In India Photo Credit: Twitter@airnewsalerts

আজই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বুধবার (২৯ মে) ভারতীয় মৌসম ভবন(IMD) তরফে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কেরলে। এই মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা।সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও, এবার দু-একদিন আগেই প্রবেশ করতে পারে বর্ষা সে ইঙ্গিত কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। তবে  মৌসম ভবনের তরফে আজ(৩০ মে,বৃহস্পতিবার) জানানো হয় কেরলে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে।তাই আজই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। এমনকি ভারতের উত্তর-পূর্ব প্রান্তের কিছু অংশেও সময়ের আগেই বর্ষার আগমন হতে পারে।

২০২৩ সালের ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছিল। সেই তুলনায় এ বার অনেকটা আগেই প্রবেশ করল বর্ষা। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহ শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ভারত কৃষিনির্ভর দেশ। সে কারণেই বর্ষার উপরেও অনেকটাই নির্ভরশীল দেশ এবং দেশের অর্থনীতি। সময়ে বর্ষা আসার কারণে খুশি সকলেই।

 



@endif