Ministry of Electronics And Information Technology: মহাদেব বুক-সহ ২২টি অবৈধ বেটিং অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র
রবিবার সন্ধ্যায় ছত্তিশগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাদেব বুক-সহ বেটিং অ্যাপগুলি সরকার কেন নিষিদ্ধ বা বন্ধ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
নয়াদিল্লি: রবিবার সন্ধ্যায় ছত্তিশগড়ে (Chhattisgarh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাদেব বুক-সহ বেটিং অ্যাপগুলি সরকার কেন নিষিদ্ধ বা বন্ধ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
আর তার কিছুক্ষণ বাদেই জানা গেল মহাদেব বুক (Mahadev Book) এবং রেড্ডিয়ানাপ্রেস্টোপ্রো (Reddyannaprestopro)-সহ ২২টি অবৈধ বেটিং অ্যাপ (illegal betting app) এবং ওয়েবসাইটগুলিকে (websites) বন্ধ করার নির্দেশ (blocking orders) দিয়েছে ভারতের (India) ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology)।
মন্ত্রকের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই পদক্ষেপটি অবৈধ বেটিং অ্যাপ সিন্ডিকেট ও ছত্তিশগড়ের মহাদেব বুকের বিরুদ্ধে ইডির (ED) তদন্তের ফলাফলের ভিত্তিতে নেওয়া হয়েছে। অভিযানগুলির ফলে এদের অবৈধ কার্যকলাপের (unlawful operations) ছবি সামনে এসেছে। আরও পড়ুন: Punjab Stubble Burning: চাষের জমিতে লাগানো আগুন নেভাচ্ছেন দমকল ও কৃষি দফতরের কর্মীরা, পাঞ্জাবের ভিডিয়ো