IAF Mi-17V5 Helicopter Crash: হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু, জানাল বায়ুসেনা

তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জানা যাচ্ছে, সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য কর্মী-সহ মোট ১৪ জন ছিলেন এমআই-১৭ভি৫ হেলিকপ্টারে। এটি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

IAF helicopter crashed near Coonoor with CDS Gen Bipin Rawat onboard (Photo Ctredits: PTI/ANI)

কুন্নুর, ৮ ডিসেেম্বর:  হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে, জানাল বায়ুসেনা। বায়ুসেনা টুইটারে বলেছে, গভীর দুঃখের সঙ্গে এটা এখন নিশ্চিত করা হচ্ছে যে জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বোর্ডে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এসসি বর্তমানে ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ ১৪ জন এমআই-১৭ভি৫ হেলিকপ্টারে ছিলেন। এটি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পরপর লাইভ আপডেট: 

  • সুলুরে সেনা ঘাঁটি থেকে এমআই-সিরিজের হেলিকপ্টারটি ওড়ার পরপরই নীলগিরিতে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিল। জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে কপ্টারটি। ভেঙে পড়ার পর সেটিতে আগুন লেগে যায়।

#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Bipin Rawat, his staff and some family members were in the chopper. pic.twitter.com/6oxG7xD8iW

  • সূত্রের খবর, স্থানীয়রা দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন। দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি দেহ পড়ে রয়েছে। দেহগুলি উদ্ধার ও পরিচয় যাচাইয়ের চেষ্টা চলছে। স্থানীয় সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.

An Inquiry has been ordered to ascertain the cause of the accident.

— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021

  • চিফ ডিফেন্স অফিসার বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়া আরও ১৪ জন ছিলেন ওই হেলিকপ্টারে। তাঁরা হলেন এল এস লিড্ডার, কর্নেল হরজিন্দ্র সিং, এন কে গুরসেওয়ক, এন কে জিতেন্দ্র কুমার, নায়েক বিবেক কুমার, নায়েক বি সাই তেজা, এইচএভি সতপাল।

  • কুন্নুরে কীভাবে বায়ুসেনার হেলিকপ্টারটি ভেঙে পড়ে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদেও প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে শিগগিরই বিবৃতি দেবেন বলে খবর। পাশাপাশি গোটা ঘটনার উপর নজর রেখেছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজে।

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আজ বিকেলে কুন্নুরে উড়ে যাবেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে।

  • জানা যাচ্ছে, দুর্ঘটনার পর জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে রাওয়াতের স্ত্রী মধুলিকার কী হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • চিফ এয়ার মার্শাল ভি আর চৌধুরী সুলুরে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।

  • তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামাচন্দ্রন ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি হাজির। বায়ুসেনার ওই হেলিকপ্টার ভেঙে পড়ার পর ১৪ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

  • কুন্নুরে বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • বিপিন রাওয়াতের বাসভাবনে পৌঁলেনন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কুন্নুরে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উদ্ধারকাজে যত ধরনের সাহায্যের প্রয়োজন, স্থানীয় প্রশাসনের তরফে যাতে সব ধরনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন স্ট্যালিন।

  • আজ কুন্নুরে সেনা বাহিনীর যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, সেখানে যে ১৩ বা ১৪ জন ছিলেন, তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এমনই জানানো হয়েছে। ডিএনএ টেস্টের পর পরই এ বিষয়ে বিস্থারিত জানানো হবে বলে খবর।

  • সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসবে প্রতিরক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মনে করা হচ্ছে, ওই বৈঠকের পরই হতাহতের চিত্রটা পরিষ্কার হবে।

হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মত্যু, জানাল বায়ুসেনা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now