MiG-29 Crashed: যান্ত্রিক ত্রুটির জের, গোয়ার উপকূলে ভেঙে পড়ল মিগ-২৯ যুদ্ধবিমান
যান্ত্রিক ত্রুটির জেরে সমুদ্র উপকূলে ভেঙে পড়ল মিগ-২৯ যুদ্ধবিমান। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গোয়ার সমুদ্র উপকূলে।
পানাজি: যান্ত্রিক ত্রুটির (technical malfunction) জেরে সমুদ্র উপকূলে ভেঙে পড়ল মিগ-২৯ যুদ্ধবিমান (MiG 29K fighter aircraft)। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গোয়ার সমুদ্র উপকূলে (Goa coast)। তবে পাইলট (Pilot) নিরাপদে ওই বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি সুস্থ আছেন বলেও খবর।
ভারতীয় নৌবাহিনী (Indian Navy) সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রশিক্ষণ চলাকালীন আচমকা গোয়ার সমুদ্র উপকূলে ভেঙে পড়ে একটি মিগ-২৯ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি প্রশিক্ষণ শিবিরে ফেরার পথে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর সেটি উপকূলেই ভেঙে পড়ে। খবর সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান (search & rescue operation)। পরে ওই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বোর্ড গঠন করে তদন্ত শুরু করেছে ভারতীয় নৌসেনার আধিকারিকরা।