Midnapur Lok Sabha Election Results 2024 Live: কোন ফুল ফুটবে এ বার মেদিনীপুরে? জেনে নিন এই কেন্দ্রের খুঁটিনাটি

সে বার ৬ লক্ষ ৮৫ হাজার ৪৩৩ টি ভোট পেয়েছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের মানস রঞ্জন ভুঁইয়া। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৬ হাজার ৪৮১ টি ভোট।

কলকাতাঃ এ বারের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024)  অন্যতম কেন্দ্র হল মেদিনীপুর (Midnapur)। এই কেন্দ্রের বর্তমান সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ বার এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janta Party) হয়ে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস (TMC) টিকিট দিয়েছে অভিনেত্রী জুন মালিয়া (June Malia) । এই লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ শে মে। মোট সাতটি বিধানসভা, অর্থাৎ কেশিয়াড়ি, নারায়ণগড়, এগরা, দাঁতন, খড়্গপুর ও খড়্গপুর সদর নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র।

১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই লোকসভা কেন্দ্রের দখল ছিল কংগ্রেসের হাতে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসে বামেরা। ১৯৯৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্র ছিল বামেদের হাতে। ২০১৪ সালে প্রথম বামেদের সরিয়ে এই মসনদে বসে তৃণমূল কংগ্রেস। সে বার ৪৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায়। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের প্রবোধ পাণ্ডা। তিনি পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। ২০১৯ সালে প্রথম গেরুয়া আবির ওড়ে এই কেন্দ্রে। ৪৮.৬২ শতাংশ ভোট পেয়ে আসন দখল করেন তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সে বার ৬ লক্ষ ৮৫ হাজার ৪৩৩ টি ভোট পেয়েছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের মানস রঞ্জন ভুঁইয়া। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৬ হাজার ৪৮১ টি ভোট। এ বার এই কেন্দ্রে কোন ফুল ফোটে তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now