Monsoon In East India: ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে পূর্ব ভারতে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বর্ষার, বলছেন আবহাওয়াবিদরা
ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবশিষ্টাংশের কারণে পূর্ব ভারতে বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে শুক্রবার জানালেন আবহাওয়াবিদরা।
নয়াদিল্লি: ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবশিষ্টাংশের (Remnant of cyclone Biparjoy) কারণে পূর্ব ভারতে (East India) বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা (advance monsoon) রয়েছে বলে শুক্রবার জানালেন আবহাওয়াবিদরা (Meteorologists)। এর প্রভাবে আগামী রবিবার থেকে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিভিন্ন অংশে বৃষ্টি (rain) শুরু হবে। আর বর্ষা এগিয়ে আসার ফলে পূর্ব ভারতে যে তাপপ্রবাহ (heat wave) বইছে তা থেকে মুক্তি পাবেন মানুষ।
আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন যে গত ১১ মে-এর পর থেকে বঙ্গোপসাগরে (Bay of Bengal) কোনও নিম্নচাপ তৈরি না হওয়ার কারণে বর্ষা আগমনের বিষয়টি থমকে গেছিল। তবে শুধু পূর্ব ভারতেই নয় ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে দক্ষিণ-পশ্চিম মরসুমেরও (southwest monsoon) এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
তাঁরা অনুমান করছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিপর্যয়ের অবশিষ্টাংশ উত্তর-পূর্ব ভারতের (north-eastwards) দিকে এগিয়ে আসবে। আর এর প্রভাবে মধ্য ও পূর্ব উত্তরপ্রদেশ (central and east Uttar Pradesh) এবং মধ্যপ্রদেশে বর্ষার আগমন ঘটবে রবিবার থেকে। শুরু হবে বৃষ্টিপাতও (rainfall)। আরও পড়ুন: Tamilian PM: সবকিছু শিবের হাতে, তামিলনাড়ুর নাগরিক প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বিষয়ে মন্তব্য মাদুরাই অধিনাম হরিহর দেশিকা স্বামীগালের
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)