Mercedes crash in Nagpur: নাগপুর রাম ঝুলা দুর্ঘটনার ৪ মাস পর পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মহিলা চালক রিতিকা মালু

অভিযুক্ত রিতিকা মালুর বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর যান আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে অতিরিক্ত ফৌজদারি ধারায় অভিযোগ আনে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ভয়াবহ দুর্ঘটনার (Accident) চার মাস পর সোমবার নগর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন রিতিকা ওরফে রিতু মালু (Ritu Maloo)। চারমাস আগে মদ্যপ অবস্থায় বিলাসবহুল মার্সিডিজ (Mercedes) গাড়ি দিয়ে দু'জনকে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুটার আরোহীর। অবশেষে চারমাস পর, থানায় গিয়ে অভিযোগ স্বীকার করে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রিতকা মালু (Ritika Maloo)। এদিন সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে স্থানীয় আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।গত মাসের শেষের দিকে, বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ মহিলার প্রাক-গ্রেফতার জামিন প্রত্যাখ্যান করে। দুর্ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ২৫ শে ফেব্রুয়ারি। নাগপুরের রাম ঝুলা সেতুতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গয়ে দুই ব্যাক্তিকে ধাক্কা দেন তিনি। স্কুটারে ছিলেন ওই দুই ব্যাক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয় আরোহী মহম্মদ হোসেন গোলাম মোস্তফা এবং মহম্মদ আতিফ মোহাম্মদ জিয়ার। অভিযুক্ত রিতিকা মালুর বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর যান আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে অতিরিক্ত ফৌজদারি ধারায় অভিযোগ আনে।