Mathurapur Lok Sabha Election Results 2024 Live: মথুরাপুরে জয়ের হাসি হাসবে কে? বিস্তারিত জানতে ক্লিক করুন
এ বারও জয়রথ ধরে রাখার লক্ষ্য নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। অন্যদিকে অন্যান্য দলগুলিও ছাড়ার পাত্র নয়। তাই বোঝাই যাচ্ছে জমে উঠবে খেলে।
কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) অন্যতম একটি কেন্দ্র হল মথুরাপুর। কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, থরপ্রতিমা, কাকদ্বীপ,সাগর ও মগরাহাট মোট সাতটি লোকসভা কেন্দ্র নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। এ বারের লোকসভা নির্বাচনে এই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন বাপি হালদার। এই কেন্দ্রের বর্তমান প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া। এই কেন্দ্রের ভোটগ্রহণ ১ লা জুন।
২০০৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া। ৫ লক্ষ ৬৫ হাজার ৫০৫ টি ভোট পেয়েছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী অনিমেশ নস্কর। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ৩৫ হাজার ৫৪২। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির বিনয় কুমার বিশ্বাস। ২০১৪ সালে ফের বামেদের হারিয়ে জয়ের হাসি হাসেন চৌধুরী মোহন জাটুয়া। সে বার বড় ব্যবধানে জিতেছিলেন তিনি। পেয়েছিলেন ৬ লক্ষ ৩৯ হাজার ২৬২ ভোট। সিপিএম প্রার্থী রিঙ্কু নস্কর পেয়েছিলেন ৪ লক্ষ ৯১ হাজার ৪৯৪ টি ভোট। বিজেপির হয়ে তপন নস্কর পেয়েছিলেন মাত্র ৬৬ হাজেরের কিছু বেশি ভোট। ২০১৯ সালে ফের সবুজ আবির ওড়ে এই কেন্দ্রে। ফের তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন চৌধুরী মোহন জাটুয়া। ৭ লক্ষ ২৬ হাজার ৮২৮ ভোটে জিতেছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ২২ হাজার ৮৫৪ ভোট। বামেদের হয়ে ৯২ হাজার ৪১৭ ভোট পেয়েছিলেন ডঃ শরৎ চন্দ্র হালদার। এ বারও জয়রথ ধরে রাখার লক্ষ্য নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। অন্যদিকে অন্যান্য দলগুলিও ছাড়ার পাত্র নয়। তাই বোঝাই যাচ্ছে জমে উঠবে খেলে।