Congress: ফের বড় ধাক্কা কংগ্রেসে, গুলাম নবি আজাদের পর হাত ছাড়ছেন আরও ৫১: সূত্র
গুলাম নবি আজাদ কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদও সরে আসেন। গুলাম নবি আজাদের নতুন দলকে সমর্থন করতেই তারা চাঁদ কংগ্রেস থেকে সরে যাচ্ছেন বলে খবর।
দিল্লি, ৩০ অগাস্ট: ফের বড় ধাক্কা কংগ্রেসে (Congress)। গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad)পর এবার কংগ্রেস থেকে ইস্তফা দিতে চলেছেন আরও ৫১ জন। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ওই ৫১ জন নেতা গুলাম নবি আজাদের নতুন দলে যোগ দিতে চলেছেন বলে রিপোর্টে প্রকাশ। গুলাম নবি আজাদের পর এখনও পর্যন্ত কংগ্রেস থেকে ৬৪ জন ইস্তফা দিচ্ছেন বলে খবর। যা নিয়ে রাজনৈতিক মহলে ফের শোরগোল শুরু হয়েছে।
গুলাম নবি আজাদ কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদও সরে আসেন। গুলাম নবি আজাদের নতুন দলকে সমর্থন করতেই তারা চাঁদ কংগ্রেস থেকে সরে যাচ্ছেন বলে খবর।
আরও পড়ুন: Abhishek Banerjee: কয়লা মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শ্যালিকাকে নোটিশ ইডির
এ বিষয়ে জম্মু কাশ্মীরের প্রাক্তন কংগ্রেস নেতা বলওয়ান সিং বলেন, গুলাম নবি আজাদকে সমর্থন করতেই তাঁরা সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর গুলাম নবি আজাদকে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় গান্ধী পরিবারের বিষয়ে মুখ খোলেন তিনি। আজাদ বলেন, ৩০ বছর আগে গান্ধী পরিবারের প্রতি তাঁর যে শ্রদ্ধা ছিল, একনও তাই রয়েছে। রাহুল গান্ধী যাতে সুস্থ থাকেন, সেই প্রার্থনা করেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তাঁরা সফল নেতা তৈরি করতে চেয়েছিলেন, তিনি সোনিয়া-পুত্র তাতে নিজেই আগ্রহী নন বলে কটাক্ষ করেন আজাদ।