Manipur Clash: মণিপুরে হিংসার জের, দিল্লিতে অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভ কুকি উপজাতির মহিলাদের

কিছুদিন আগে জাতিগত হিংসার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর-পূর্ব ভারতের মণিপুরে। রাজধানী ইম্ফল থেকে চূড়াচন্দ্রপুর জেলা, সর্বত্র জ্বলছিল হিংসার আগুন। বেশ কয়েকদিন ধরে চলা গণ্ডগোলের জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়। নষ্ট হয় প্রচুর সম্পত্তি। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। উপদ্রুত এলাকায় শান্তি ফিরেছে বলে দাবি করেছে প্রশাসন।

Photo Credits: IANS & FB

নয়াদিল্লি: কিছুদিন আগে জাতিগত হিংসার (ethnic violence) কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর-পূর্ব ভারতের মণিপুরে (Manipur)। রাজধানী ইম্ফল থেকে চূড়াচন্দ্রপুর জেলা, সর্বত্র জ্বলছিল হিংসার আগুন। বেশ কয়েকদিন ধরে চলা গণ্ডগোলের জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়। নষ্ট হয় প্রচুর সম্পত্তি। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। উপদ্রুত এলাকায় শান্তি ফিরেছে বলে দাবি করেছে প্রশাসন।

এর মাঝেই বুধবার দুপুরে ভারতের (India) রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বাড়ির সামনে মণিপুরে ঘটে যাওয়া হিংসার প্রতিবাদে বিক্ষোভ (protest) করতে দেখা গেল ওই রাজ্যের কুকি উপজাতীয় সম্প্রদায়ের একদল মহিলাকে (group of women belonging to Manipur's Kuki tribal community)। তাঁদের হাতের পোস্টারে মণিপুরে হিংসা ছড়ানো শক্তিদের কড়া শাস্তি দেওয়ার দাবি জানানোর পাশাপাশি ট্রাইবাল লাইফ ম্যাটারস লেখা পোস্টারও দেখা গেছে।

মে মাসের প্রথম দিকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মণিপুরে। প্রথম দিকে অবস্থা সামাল দিতে না পারায় কারণে রাজ্যজুড়ে কার্ফু জারি করে প্রশাসন। যদিও তাতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটেনি। পরে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার পরে আস্তে আস্তে ছবিটা বদলাতে শুরু করে। যদিও ততক্ষণে মৃত্যু হয় শতাধিকের বেশি মানুষ। বুধবার সেই সমস্ত মৃত্যুর বিচার চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হলেন মণিপুরের একদল উপজাতীয় মহিলা। আরও পড়ুন: Monsoon In Kerala: কেরলে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা আগমনের পূর্বাভাস আবহাওয়া দফতরের, দেখুন তিরুবন্তপুরমের ভিডিয়ো