Manipur Violence: 'মণিপুরের ঘটনা ভারতের লজ্জা, প্রধানমন্ত্রী এখনও ঘুমোচ্ছন', তোপ দেগে দল ছাড়লেন বিজেপি নেতা
মণিপুর নিয়ে আন্তর্জাতিকস্তরে ভারতকে লজ্জা পেতে হচ্ছে। তা সত্ত্বেও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এখনও ক্ষমতায়। তাঁকে দল থেকে কেন বহিষ্কার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিহারের এই বিজেপি নেতা।
দিল্লি, ২৭ জুলাই: মণিপুর নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। তারমধ্যেই শুরু হয়েছে সংসদে বাদল অধিবেশন। বর্ষাকালীন অধিবেশনে যখন মণিপুর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে, তখন গেরুয়া শিবিরের এক নেতা ইস্তফা দিলেন দল থেকে। বিহারের বিজেপি মুখপাত্র বিনোদ শর্মা মণিপুর ইস্যুতে দল থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। মণিপুরে যা হচ্ছে, তার জেরে বিজেপি থেকে ইস্তফা দেন বিনোদ কুমার। মণিপুরের ঘটনা ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। মণিপুর নিয়ে আন্তর্জাতিকস্তরে ভারতকে লজ্জা পেতে হচ্ছে। তা সত্ত্বেও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এখনও ক্ষমতায়। তাঁকে দল থেকে কেন বহিষ্কার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিহারের এই বিজেপি নেতা। মণিপুরের ঘটনায় তাঁরমন ভেঙেছে। মণিপুরের জন্য ভগ্ন হৃদয় নিয়ে তিনি দল ছাড়ছেন বলেও দাবি করেন বিহারের বিজেপির ওই মুখপাত্র।
মণিপুরের ঘটনার পর 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও ঘুমোচ্ছেন' বলে কড়া কটাক্ষ করেন বিনোদ শর্মা। বীরেন সিংকে যাতে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়, সেই ক্ষমতা কারও হল না বলেও তোপ দাগেন সদ্য দল পরিত্যাগ করা বিনোদ শর্মা।