Manipur: মণিপুরের বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, জ্বালিয়ে দেওয়া হয় বাড়ির একাংশ, অভিযোগ দায়ের পুলিশে

খুন করলেই দেওয়া হবে জমি, মণিপুরের বিজেপি নেতার ওপর হামলা করার পরিকল্পনা করছে একদল ব্যক্তি। আর তাঁকে খুন করতে পারলেই দেওয়া জমি।

খুন করলেই দেওয়া হবে জমি, মণিপুরের বিজেপি নেতার (T Michael Lamjathang Haokip) ওপর হামলা করার পরিকল্পনা করছে একদল ব্যক্তি। আর তাঁকে খুন করতে পারলেই দেওয়া জমি। সম্প্রতি এমনই পোস্ট মণিপুরের বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ ও সোশ্যাল মিডিয়া গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই কারণে গত বুধবার হাওকিপের বাড়িতেও বেশ কয়েকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, বিজেপি নেতার বাড়ির কিছুটা অংশে আগুন লাগিয়ে জ্বালিয়েও দেওয়া হয় এবং বাড়ির সামনে কয়েক রাউন্ড শূন্যেও গুলি ছোড়া হয়। যে কারণে বৃহস্পতিবার আতঙ্কিত হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন লামঝাতাং। গতকালের ঘটনার পর তাঁর পরিবারের লোকজন আতঙ্কিত হয়েছেন বলেও জানা যায়।

বিজেপি নেতা জানিয়েছেন কমপক্ষে ১৫ জন তাঁর বাড়ির সামনে হামলা চালানোর ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এরমধ্যে কয়েকজনকে তিনি ব্যক্তিগতভাবেও চেনেন। লামঝাতাং বিজেপি নেতার পাশাপাশি থাডউ উপজাতির নেতা। আর যাঁরা হামলা চালিয়েছে তাঁরা ভুয়ো থাডউ উপজাতির সদস্য। এরা লামঝাতাংয়ের ওপরে দীর্ঘদিন ধরেই হামলা চালানোর পরিকল্পনা করছিল। এমনকী তাঁকে হত্যা করে মণিপুরকে উত্তপ্ত করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই কারণেই এদিন তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ লামঝাতাংয়ের।

এদিকে এই ঘটনার কয়েকদিন আগেই বেশ কয়েক হোয়াটস অ্যাপ গ্রুপে লামঝাতাংয়ের ছবি ও বাড়ির ঠিকানা দেওয়া হয়ছিল এবং যে তাঁকে খুন করতে পারবে তাঁরজন্য কয়েক কাটা জমি থাকবে বলেও প্রলোভন দেখানো হয়। এই গ্রুপগুলির বিস্তারিত তথ্য নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মণিপুর পুলিশ। সেই সঙ্গে কেন্দ্রীয়  সন্ত্রাসবিরোধী সাইবার নিরাপত্তার বিশেষজ্ঞরাও এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।