IPL Auction 2025 Live

Mandous Cyclone Update: আছড়ে পড়বে মান্দোস, তাঁর আগে সতর্কতা জারি দক্ষিণের উপকূলবর্তী শহরে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় 'মান্দোস গত ৬ ঘন্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এখনো অবধি পাওয়া খবর ৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাঝে এর অবস্থান চিহ্নিত হয়েছে

Mandous Cyclone Representational Photo Credit: PTI

আজ সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে মান্দোস। ঘূর্ণিঝড় মান্দোস দিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ আবহাওয়া কেন্দ্র সূত্রে জানা গেছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া  প্রবল ঘূর্ণিঝড় 'মান্দোস গত ৬ ঘন্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এখনো অবধি পাওয়া খবর  ৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাঝে এর অবস্থান চিহ্নিত হয়েছে। চেন্নাই থেকে ৩২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়টি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, যার ফলে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অর্থাৎ মহাবালিপুরমের আশেপাশে পুদুচেরি এবং শ্রীহরিকোটা অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়টি। সেই সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকবে সর্বোচ্চ ৬৫-৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়, তবে গতিবেগ মধ্যরাতে ৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।