Religious Conversion: স্বামীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার জের, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যক্তির

বিয়ের পরে স্বামীকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিলেন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের চাপের মাথা নত না করে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়ে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নামে অভিযোগ দায়ের করলেন ওই ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

বেঙ্গালুরু: বিয়ের (marriage) পরে স্বামীকে (Husband) খ্রিস্টান ধর্ম (Christianity) গ্রহণ করার জন্য চাপ দিচ্ছিলেন স্ত্রী (wife) ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের চাপের মাথা নত না করে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়ে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নামে অভিযোগ (complaint) দায়ের করলেন ওই ব্যক্তি। ঘটনাটি (forceful religious conversion) ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুতে (Bengaluru)।

পুলিশ সূত্রে জানা গেছে, হিন্দু (Hindu) ধর্মে বিশ্বাসী ওই ব্যক্তি একটি ওয়েল্ডিংয়ের দোকানে (welding shop) কাজ করতেন। কিছুদিন আগে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী (Christian girl) একটি মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর স্ত্রী ও ওই মেয়েটির পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। বাধ্য হয়ে ওই ব্যক্তি পুলিশের কাছে তাঁর স্ত্রী ও স্ত্রীয়ের পরিবারের সদস্যদের নামে একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।