Coimbatore Accident: ট্রাভেলারের ধাক্কায় বাইক থেকে শূন্যে উঠে রাস্তায় পড়ে মৃত ব্যক্তি, মর্মান্তিক দুর্ঘটনার ভিডিয়ো
বাইকে করে নাবালক ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা পেছন থেকে একটি ট্রাভেলার গাড়ি এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাকির হুসেন নামে ওই ব্যক্তির।
কোয়েম্বাটোর: বাইকে (two-wheeler) করে নাবালক ছেলেকে (minor son) নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা পেছন থেকে একটি ট্রাভেলার (traveller) গাড়ি এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা (hit) মারে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় (died) জাকির হুসেন নামে ওই ব্যক্তির। আর গুরুতর জখম হয় (injured) তাঁর নাবালক ছেলে। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটোরের (Coimbatore) কেজি চাভাডি চেক পোস্টের (KG Chavadi check post) কাছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন ভিডিয়ো:
স্থানীয় সূত্রে পাওয়া দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV footage) পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। যাতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে বাইকে করে ছেলেকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আচমকা পেছন থেকে একটি ট্রাভেলার গাড়ি সজোরে এসে বাইকে ধাক্কা মারে। এর জেরে বেশ কিছুটা শূন্যে উড়ে গিয়ে রাস্তার উপরে আছড়ে পড়ে মৃত্যু হয় বাইক চালক জাকির হুসেনের। জখম হয় তাঁর ছেলে। ভিডিয়োতে দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। আরও পড়ুন: Mumbai Shocker: আবাসনের ব্যালকনি ভেঙে মুম্বইয়ে জখম পাঁচ