Karnataka Shocker: পরকীয়াতে রাজি না হওয়ায় ১৯ বছরের যুবতীকে ছুরি দিয়ে কোপাল বিবাহিত যুবক

রাশি নামে ওই যুবতীর বাবা গত চার মাস আগে মারা যান। তারপর থেকে মা ও বোনের সঙ্গেই থাকতেন রাশি। তাঁর মা একটি বেসরকারি কলেজে সহকারি হিসেবে কাজ করেন।

প্রতীকী ছবি (Photo Credit- IANS)

বেঙ্গালুরু: পরকীয়াতে রাজি না হওয়ায় ১৯ বছরের এক কলেজ পড়ুয়া যুবতীকে (College student) ছুরি দিয়ে কুপিয়ে (Stabbed) মারল এক যুবক। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর (Bengaluru) ইয়ালঙ্কা লে আউটের (Yelahnaka) কাছে। বুধবার অভিযুক্ত ২৫ বছরের মধুচন্দ্রকে (Madhuchandra) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাঠ থেকে গরুদের (Cow) নিয়ে বাড়ি ফেরার সময় ডিব্বুরের (Dibbur) কাছে অবস্থিত শানুভোগানাহাল্লি (Shanubhoganahalli) এলাকার বাসিন্দা ১৯ বছরের যুবতী রাশির (Rashi) উপর ছুরি নিয়ে চড়াও হয় মধুচন্দ্র। তারপর তাঁর গলায় ছুরি মেরে এলাকা থেকে পালিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে গুরুতর জখম অবস্থায় রাশিকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়।

রাশি নামে ওই যুবতীর বাবা গত চার মাস আগে মারা যান। তারপর থেকে মা ও বোনের সঙ্গেই থাকতেন রাশি। তাঁর মা একটি বেসরকারি কলেজে সহকারি হিসেবে কাজ করেন।

পুলিশ সূত্রে খবর, মধুচন্দ্র ও রাশি একে অপরের সঙ্গে প্রেম করত। কিন্তু, সম্প্রতি রাশি জানতে পারে মধু বিবাহিত ও তার একটি সন্তান রয়েছে। এরপরই অভিযুক্তের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেন রাশি। এর জেরে মধুচন্দ্র রাশির বাড়ির কাছে প্রতিবাদ জানানোর পাশাপাশি গণ্ডগোলও করে।



@endif