Maharashtra: আস্থা ভোটের গণ্ডি পেরিয়েও জয়ের মালা উদ্ধব ঠাকরের গলায়
সব জল্পনার অবসান। অবশেষে আস্থা ভোটের গণ্ডি টপকে জয়ের মালা গলায় পড়লেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর পক্ষে গিয়েছে ১৬৯ জন বিধায়কের ভোট। অন্যদিকে একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে আস্থাভোটের আগেই বিধানসভা (Assembly) থেকে ওয়াকআউট করেন দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি বিধায়কেরা (BJP MLA)।
মুম্বই, ৩০ নভেম্বর: সব জল্পনার অবসান। অবশেষে আস্থা ভোটের গণ্ডি টপকে জয়ের মালা গলায় পড়লেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাঁর পক্ষে গিয়েছে ১৬৯ জন বিধায়কের ভোট। অন্যদিকে একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে আস্থাভোটের আগেই বিধানসভা (Assembly) থেকে ওয়াকআউট করেন দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি বিধায়কেরা (BJP MLA)।
আজ শনিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjoy Routh) জানান, মহা বিকাশ আগাড়ির ক্ষেত্রে বিধানসভার মোট ২৮৮ জনের মধ্যে ১৭০ জনের সমর্থন রয়েছে। শিবসেনা-কংগ্রেস-এনসিপি মিলিয়ে মোট বিধায়ক সংখ্যা ১৫৪। ম্যাজিক ফিগার ১৪৫-এর থেকে বেশি। এদিন সকালেই সব বিধায়কদের উদ্দেশ্যে হুইপ জারি করে আগাড়ির নেতারা। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচিত না করেই আস্থাভোট সংগঠিত হওয়া নিয়ে শুরু থেকেই সরব হন মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। আরও পড়ুন: GDP Growth: ৬ বছরে সর্বনিম্ন, দেশের আর্থিক বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশ
এই প্রথম মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার ছাড়াই আস্থাভোট হচ্ছে বলে দাবি জানান বিজেপির নেতানেত্রীরা। প্রসঙ্গত, আজই স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেসের নানা পাটোলে (Nana Patole)। আস্থাভোটের আগে প্রোটেম স্পিকার নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ফড়নবিশ। এমনকী বন্দেমাতরম ছাড়া অধিবেশন শুরু হওয়া নিয়েও প্রোটেম স্পিকারের নজর কাড়েন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chief Minister)।