Maharashtra Political Crisis: একনাথ শিন্ডে শিবিরের দুই বিধায়ক রাজ্যপালের কাছে, আস্থা ভোটের পথে বিধানসভা?
জল্পনাই সত্যি হচ্ছে। শিবসেনার বিদ্রোহী শিবিরের দুই বিধায়ক আজ, মঙ্গলবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি-র সঙ্গে সাক্ষাত করছেন।
মুম্বই,২৮ জুন: জল্পনাই সত্যি হচ্ছে। শিবসেনার বিদ্রোহী শিবিরের দুই বিধায়ক আজ, মঙ্গলবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি-র সঙ্গে সাক্ষাত করছেন। একনাথ শিন্ডে শিবির উদ্ভব ঠাকরে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে, মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ওপর চাপ আরও বাড়ছে। শোনা যাচ্ছে, উদ্ভব শিবিরের দুই বিধায়ক একনাথ শিন্ডের দিকে যোগ দিচ্ছেন। এদিকে, মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের দাবি জানাতে পারে বিজেপি। কোনও পক্ষ রাজ্যপালের কাছে গিয়ে আস্থা ভোটের দাবি জানালে তা প্রমাণ করতে তিনি আস্থা ভোট করাতে পারেন।
এদিকে, শিবসেনার বিদ্রোহী বিধায়করা এখনও বিজেপি শাসিত অসমের রাজধানী গুয়াহাটির পাঁচতারা হোটেলেই নিজেদের আপাতত বন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৫ জুলাই অবধি বিদ্রোহী বিধায়করা গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে বন্দি রাখছেন। শুরুতে একনমাথ শিন্ডেদের ওপর মহারাষ্ট্র শিবসেনার নিচুতলার কর্মীদের ক্ষোভ বাড়লেও, শিন্ডে শিবিরের কর্মীরাও এবার পাল্টা দিচ্ছেন। শিন্ডের দাবি তাঁর সঙ্গে আছেন ৫০জন বিধায়ক। যদিও উদ্ভব পুত্র আদিত্যের দাবি, ১৫-২০জন বিদ্রোহী বিধায়ক ফিরছেন তাদের দিকে। আরও পড়ুন: দেশের করোনা পরিস্থিতি
এদিকে, শিবসেনায় এর আগে বিদ্রোহ করে দল ছাড়া রাজ ঠাকরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন একনাথ শিন্ডে। রাজ ঠাকরের সঙ্গে একেবারে খারাপ সম্পর্ক উদ্ভবের। শত্রুর শত্রু বন্ধু-এই নীতি মেনে রাজকে কাছে টানছেন একনাথ। মহারাষ্ট্র বিধানসভায় রাজ ঠাকরের দলের একজন বিধায়ক আছে। তবে শুধুর সংখ্যার জন্য নয়, দাপুটে রাজকে পাশে পেলে উদ্ভবের ওপর চাপ বাড়ানো যাবে বলে শিন্ডের বিশ্বাস। দাবি-পাল্টা দাবি। আস্থা-অনাস্থার মাঝে মহারাষ্ট্রের সিংহাসন টালমাটাল।