Maharashtra: শিবলিঙ্গে নিজের রক্ত অর্পণ করতে গিয়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের যুবক

তান্ত্রিকের পরামর্শ মেনে শিবলিঙ্গে নিজের রক্ত অর্পণ করতে গিয়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের এক যুবক। ভগবান শিবকে (Lord Shiva) তুষ্ট করতে নিজের রক্ত অর্পণ করতে চেয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠান শহরের গগাভট্ট চকের সিদ্ধি আলি দরগার কাছে অবস্থিত একটি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত যুবকের নাম নন্দু ঘুঙ্গাসে। পেশায় মৎস্যজীবী ছিলেন তিনি।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

ঔরাঙ্গবাদ, ১৩ ডিসেম্বর: তান্ত্রিকের পরামর্শ মেনে শিবলিঙ্গে নিজের রক্ত অর্পণ করতে গিয়ে প্রাণ হারালেন মহারাষ্ট্রের এক যুবক। ভগবান শিবকে (Lord Shiva) তুষ্ট করতে নিজের রক্ত অর্পণ করতে চেয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের (Maharashtra) পৈঠান শহরের গগাভট্ট চকের সিদ্ধি আলি দরগার কাছে অবস্থিত একটি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত যুবকের নাম নন্দু ঘুঙ্গাসে। পেশায় মৎস্যজীবী ছিলেন তিনি।

খবর অনুযায়ী, বিহারি পরদেশি নামে এক ব্যক্তি অন্যান্য দিনের মতোই গত শুক্রবারও ওই মন্দিরে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন। কিন্তু মন্দিরে রক্তের বন্যা দেখে আঁতকে ওঠেন তিনি। শিবলিঙ্গের চারিদিক রক্তে ভেসে যেতে দেখেন। শিবলিঙ্গেও লেগে রয়েছে রক্ত। পাশে পড়ে রয়েছে গলার নলি কাটা বছর পঁচিশের ওই যুবকের নিথর দেহ। পাশে একটি ধারালো ছুরিও পড়ে আছে। এরপরই তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে ওই যুবককে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে। আরও পড়ুন, সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে

মৃত ব্যক্তি পেশায় ছিলেন একজন মত্‍স্যজীবী। চারজন প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে মুখ খোলেন। তাঁরা জানান, তাঁদের সামনেই ওই ঘটনাটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক মন্দিরে ঢুকে নিজেই তাঁর গলার নলি কেটে ফেলেছিলেন। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। সেই রক্ত তিনি শিবলিঙ্গের উপর ফেলেন। তাঁদের চোখের সামনেই এই ঘটনা ঘটলেও, ওই মৃত্যুর দায় তাঁদের ঘাড়ে এসে পড়তে পারে, তাই কেউই তাঁকে থামানোর জন্য এগিয়ে যাননি। ওই তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।