Maharashtra CID Website Hacked: মহারাষ্ট্র সিআইডির ওয়েবসাইট হ্যাক করে লেখা হল 'মোদি সরকার মুসলমানদের ক্ষতি করা বন্ধ করুক'

হরিয়ানার পর এবার মহারাষ্ট্র। কয়েকদিন আগেই দিল্লি হিংসার প্রতিবাদে হরিয়ানার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়। এবার মহারাষ্ট্র সিআইডির ওয়েবসাইট (Maharashtra CID Website) হ্যাক (Hack) করা হল। হ্যাকার গ্রুপ লিজিয়ন (Legion) এই কাজ করেছে। ওয়েবসাইট হ্যাক করার পর লেখা হয়, দিল্লিতে 'মুসলমানদের ওপর হওয়া হিংসার' প্রতিবাদেই এই কাজ করা হয়েছে। এছাড়া ভারত সরকার এবং পুলিশ বাহিনীকে একটি সতর্কতাও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ভারতীয় পুলিশ এবং মোদি সরকারকে আমরা সতর্ক করছি, মুসলমানদের ক্ষতি করা বন্ধ করুক তারা।”

Remove term: মহারাষ্ট্র সিআইডির ওয়েবসাইট মহারাষ্ট্র সিআইডির ওয়েবসাইট (Photo Credits: Twitter)

মুম্বই, ৬ মার্চ: হরিয়ানার পর এবার মহারাষ্ট্র। কয়েকদিন আগেই দিল্লি হিংসার প্রতিবাদে হরিয়ানার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়। এবার মহারাষ্ট্র সিআইডির ওয়েবসাইট (Maharashtra CID Website) হ্যাক (Hack) করা হল। হ্যাকার গ্রুপ লিজিয়ন (Legion) এই কাজ করেছে। ওয়েবসাইট হ্যাক করার পর লেখা হয়, দিল্লিতে 'মুসলমানদের ওপর হওয়া হিংসার' প্রতিবাদেই এই কাজ করা হয়েছে। এছাড়া ভারত সরকার এবং পুলিশ বাহিনীকে একটি সতর্কতাও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ভারতীয় পুলিশ এবং মোদি সরকারকে আমরা সতর্ক করছি, মুসলমানদের ক্ষতি করা বন্ধ করুক তারা।”

গত সপ্তাহে দিল্লিতে যে হিংসা হয়েছিল, আদতে সেই বিষয়েই হ্যাকার দলটি ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে। কারণ হ্যাকার দলটি আরও লিখেছে, "মুসলমানরা সর্বত্র। মুসলিম ভ্রাতৃত্বের শক্তি অনুভব করুন।" ওয়েবসাইটটি অবশ্য পরে ঠিক করা হয়েছে এবং সেটি সঠিকভাবে কাজ করছে। দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় অস্ত্র আইনের আওতায় ৪৭টি মামলাসহ এখনও পর্যন্ত ৫৩১ টি মামলা দায়ের করা হয়েছে। ১ হাজার ৬৪৭ জনকে হয় গ্রেপ্তার অথবা আটক করা হয়েছে। আরও পড়ুন: Maharaja Ranjit Singh: বিশ্ব ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ নেতা নির্বাচিত হলেন শিখ শাসক মহারাজা রণজিত্‍ সিং

গতকাল, মহারাষ্ট্রের জলগাঁও পুলিশের ওয়েবসাইটটি ওয়ান হাট সাইবার টিম হ্যাক করেছিল এবং বিকৃত করেছিল। ঠিক তিন দিন আগে ইন্দোনেশিয়ার এই হ্যাকারদের একই গোষ্ঠী হরিয়ানা সরকারের গৌ পরিষেবা কমিশনের ওয়েবসাইট হ্যাক করেছিল এবং বিকর্ত করেছিল। এবং তারা হুঁশিয়ারি দিয়েছিল যে 'মুসলমানদের ওপরে অত্যাচার' বন্ধ না হলে অন্য ওয়েবসাইটগুলিতেও হামলা চালানা হবে।