Maharashtra Anti Terrorism Squad: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি মহিলার সঙ্গে বন্ধুত্ব! দেশের গোপন তথ্য পাচার করে গ্রেফতার এক ব্যক্তি

Arrest, Representational Image (Photo Credit: Twitter/ANI)

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের নিরাপত্তাজনিত তথ্য পাচার হত পাকিস্তানে (Pakistan)। এমনই চাঞ্চল্যকর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস (Anti Terrorism Squad)। জানা যাচ্ছে ৩১ বছরের ওই ব্যক্তি দেশের নিরাপত্তাজনিত একটি সংস্থাতে কাজ করতেন, তাঁকে রবিবার গোপনীয়তা আইনের অধীনে গ্রেফতার করা হয়।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভে (Pakistan Intelligence Operative) কর্মরতা একটি মহিলার সঙ্গে  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব হয়েছিল ওই ব্যক্তির। তারপর সেখানেই নিরাপত্তাজনিত গোপন তথ্য পাঠানো হত মোটা অঙ্কের টাকার বিনিময়ে। বিষয়টি সম্প্রতি নজরে আসে অফিসারদের। তারপরেই গ্রেফতার হয় ওই ব্যক্তি।

ঘটনাটি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কোন কোন সংবেদনশীল তথ্য ওই পাক গুপ্তচরকে পাঠানো হয়েছে, ধৃত ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা করছে এটিএসের আধিকারিকরা। সেই সঙ্গে আগামীদিনে ভারতের ওপর কোনও হামলা আসতে চলেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।