Maharashtra Assembly Elections Results 2024: মহারাষ্ট্রে ম্যাজিক সংখ্যা পার বিজেপির মহাজুটির, তবে পিছিয়ে জিশান সিদ্দিকি
অজিত পাওয়ারের এনসিপি-র টিকিটে বান্দ্রা পূর্ব আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিশান। তাঁর প্রতিপক্ষ উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী বরুণ সরদেশাই। পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে বরুণ।
Maharashtra Assembly Elections Results 2024: আজ শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। মহারাষ্ট্রে ২০০-র বেশি আসনে এগিয়ে বিজেপির জোট। মহারাষ্ট্রে বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী এবং একনাথ শিন্ডের শিবসেনার 'মহাজুটি' জোটের সঙ্গে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা (ইউটিবি) জোট 'মহাবিকাশ আঘাড়ী’ মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। মোট আসন সংখ্যা ২৮৮। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজন ১৪৫টি আসন। বেলা ১১টার আগেই বিজেপির 'মহাজুটি' এগিয়ে গিয়েছে অনেকটা। ম্যাজিক ফিগার পার করে ২০০ আসনে এগিয়ে রয়েছে তারা।
মহারাষ্ট্রে সদ্য প্রয়াত এনসিপি নেতা বাবা সিদ্দিকির (Baba Siddique) ছেলে জিশান সিদ্দিকি () দৌড়ে পিছিয়ে পড়লেন। অজিত পাওয়ারের এনসিপি-র টিকিটে বান্দ্রা পূর্ব আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিশান। তাঁর প্রতিপক্ষ উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী বরুণ সরদেশাই। পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে বরুণ। তিনি উদ্ধব ঠাকরের ভাইপো। ২০১৯ সালে বান্দ্রা পূর্ব আসন থেকেই কংগ্রেসের টিকিটে জিতেছিলেন জিশান। পরে তিনি অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীতে যোগ দেন।
পিছিয়ে জিশান...