Maharashtra, Haryana Elections 2019: মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই লম্বা লাইন ভোটকেন্দ্রগুলিতে

আজ সোমবার মহারাষ্ট্র ও হরিয়ানাতে বিধানসভা নির্বাচন। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ভোটগণনা শেষে ২৮ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা। অন্যদিকে হরিয়ানা বিধানসভা কেন্দ্রে ৯০ টি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। সকাল ৭ টা থেকে সন্ধে ৬ তা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। হরিয়ানায় আগামী ২ নভেম্বর বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে।

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটগ্রহণ চলছে (Photo Credits: PTI)

মুম্বই ও চন্ডীগড়, ২১ অক্টোবর: আজ সোমবার মহারাষ্ট্র Maharashtra) ও হরিয়ানাতে (Haryana) বিধানসভা নির্বাচন (Assembly Election)। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ভোটগণনা শেষে ২৪ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা। আগামী ৯ নভেম্বর মহারাষ্ট্রের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ইলেকশন কমিশনের (ECI) রিপোর্ট অনুযায়ী রাজ্যজুড়ে মোট ৯৫, ৪৭৩ টি বুথ রয়েছে। এবছর মহারাষ্ট্রে নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা ৮.৯ কোটি। যাদের মধ্যে ৪.৬ কোটি পুরুষ ভোটার, ৪.২ কোটি মহিলা ভোটার এবং ২, ৬৩৪ জন রূপান্তরকামী ভোটার রয়েছেন। ঠাকরে পরিবারের সদস্য উদ্দভ ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) ওরলি (Worli) বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন।

২০১৯ বিধানসভা নির্বাচনে দুটি জোট সরকার গঠন করা হয়। একদিকে ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনার জোট অন্যদিকে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির জোট হয়। এছাড়াও আরও কিছু ছোট ছোট দল বিজেপি- শিবসেনার সঙ্গে যোগ দিয়েছে। গত ২০১৪ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি- শিবসেনা জোটে বিজেপি ১২২ টি আসন পায় এবং শিবসেনা আসন পায় ৬৩ টি। অন্যদিকে কংগ্রেস পায় ৪২ টি আসন ও এনসিপি ৪১ টি আসন লাভ করে। আরও পড়ুন, 'রেকর্ড ভোট দিয়ে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন', মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ নিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অন্যদিকে হরিয়ানা বিধানসভা কেন্দ্রে ৯০ টি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে। সকাল ৭ টা থেকে সন্ধে ৬ তা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। হরিয়ানায় আগামী ২ নভেম্বর বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী, হরিয়ানায় নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা ১. ৮২ কোটি। বর্তমান বিজেপি সরকার এবং কংগ্রেস দু' দলে হাড্ডাহাড্ডি লড়াই। দু' দলই এবছর ৯০ টি প্রার্থী দিয়েছে। বিএসপি ৮৭ টি আসনে প্রার্থী দেয়। আইএনএলডি ৮১ টি আসনে প্রার্থী দিয়েছে ও স্বাধীন প্রার্থীর সংখ্যা ৩৭৫। গতবছর ২০১৪ হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৪৭ টি আসন পেয়ে বিজেপি জয়লাভ করে। যেখানে আইএনএলডি ১৯ টি আসন ও কংগ্রেস মাত্র ১৫ টি আসনে জয়লাভ করেছিল। এবছরও ফের বিজেপি সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে।