Magadh Express: দুর্ঘটনার কবলে মগধ এক্সপ্রেস, কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গেল ৯টি বগি

ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানান- সকাল ১১টা ৮ মিনিটে ট্রেনটি যখন বক্সার জেলায় ঢোকে, সেই সময় তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনেরর পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়।

দুর্ঘটনার কবলে নয়াদিল্লি থেকে বিহারগামী মগধ এক্সপ্রেস (Magadh Express)। আজ সকাল ১১টা নগাদ বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে চলন্ত অবস্থায় মগধ এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে ট্রেনের বগিগুলি আলাদা হয়ে যায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানান- সকাল ১১টা ৮ মিনিটে ট্রেনটি যখন বক্সার জেলায় ঢোকে, সেই সময় তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনেরর পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়।

ডুমরাঁর ডিএসপি আফাক আখতার আনসারি বলেন, "কাপিংয়ের কারণে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যাত্রীরা সবাই নিরাপদ। কেন কাপলিং ভেঙেছে তা তদন্তের বিষয়।"খবর পেয়েই ঘটনাস্থলে রেলের বিশেষজ্ঞ দল এবং ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। তাঁরা মেরামত করে ট্রেনটিকে দ্রুত রওনা করার ব্যবস্থা করছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।