Madhya Pradesh: ২ মাথা, ৩ হাত নিয়ে জন্মাল শিশু, মধ্যপ্রদেশের ঘটনায় জল্পনা
রিপোর্টে প্রকাশ, ২ মাথা, ৩ হাত নিয়ে ওই শিশু জন্মানোর পর তাকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়। রাতলাম থেকে ওই শিশুকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে স্থানান্তিরিত করা হয় চিকিৎসার জন্য।
ইন্দোর, ৩০ মার্চ: ২ মাথা, ৩ হাত নিয়ে জন্মালো শিশু (Bbay)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাতলামের এমনই এক ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। ২৯ মার্চ মধ্যপ্রদেশের রাতলামে ২ মাথা নিয়ে জন্ম হয় এক শিশুর। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই শিশুর ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
রিপোর্টে প্রকাশ, ২ মাথা, ৩ হাত নিয়ে ওই শিশু জন্মানোর পর তাকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়। রাতলাম থেকে ওই শিশুকে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে স্থানান্তিরিত করা হয় চিকিৎসার জন্য। ওই সদ্যোজাতর চিকিৎসা চলছে তার দিকে নজর রাখা হয়েছে বলে জানানো হয় হাসপাতালে কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: Birbhum Violence: 'অবৈধ খনি, চোরাচালান', বগটুইকাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির
তবে এই মুহূর্তে সদ্যোজতর অস্ত্রোপচার করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি হাসপাতালের (Hospital) তরফে।