Madhya Pradesh: 'রাবণ, বার্ধক্য ও পরের জন্ম নষ্ট হয়ে যাবে', কাকে অভিশাপ দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ?

কয়েকদিন আগেই বিজেপি (BJP) সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে ( Pragya Thakur) কবাডি (kabaddi) খেলতে দেখা যায়। ভোপালে নিজের এলাকায় মহিলা খেলোয়াড়দের সঙ্গে তাঁর কবাডি খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে। মালগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে দীর্ঘদিন হুইল চেয়ার ব্যবহার করতে দেখা গিয়েছে। আর অসুস্থতার ভিত্তিতেই বিস্ফোরণ মামলায় তিনি জামিন পেয়েছিলেন। এদিকে,সেই কবাডি খেলার ভিডিয়ো তোলা ব্যক্তিকে অভিশাপ দিলেন প্রজ্ঞা। তিনি বলেন, যে ভিডিয়ো তুলে ছড়িয়েছেন তিনি রাবণ। তাঁর বার্ধক্য ও পরের জন্ম নষ্ট হয়ে যাবে।"

Pragya Thakur (Photo Credit: IANS)

ভোপাল, ১৬ অক্টোবর: কয়েকদিন আগেই বিজেপি (BJP) সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে ( Pragya Thakur) কবাডি (kabaddi) খেলতে দেখা যায়। ভোপালে নিজের এলাকায় মহিলা খেলোয়াড়দের সঙ্গে তাঁর কবাডি খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে। মালগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে দীর্ঘদিন হুইল চেয়ার ব্যবহার করতে দেখা গিয়েছে। আর অসুস্থতার ভিত্তিতেই বিস্ফোরণ মামলায় তিনি জামিন পেয়েছিলেন। এদিকে,সেই কবাডি খেলার ভিডিয়ো তোলা ব্যক্তিকে অভিশাপ দিলেন প্রজ্ঞা। তিনি বলেন, যে ভিডিয়ো তুলে ছড়িয়েছেন তিনি রাবণ। তাঁর বার্ধক্য ও পরের জন্ম নষ্ট হয়ে যাবে।"

শুক্রবার রাতে প্রজ্ঞা সিং ঠাকুর সিন্ধু সম্প্রদায় অধ্যুষিত ভোপালের সন্ত নগরে দশেরার অনুষ্ঠানে যান। সেখানেই তিনি বলেন, "আমি দু'দিন আগে একটি দুর্গা মণ্ডপে আরতি করতে গিয়েছিলাম। একটি মাঠে খেলতে থাকা কয়েকজন খেলোয়াড় আমাকে কাবাডি খেলতে অনুরোধ করে। এর একটি ছোট ক্লিপ ধরা পড়ে এবং মিডিয়ায় দেখানো হয়।"

আরও পড়ুন: Pragya Thakur: কবাডি খেললেন বিজেপির প্রজ্ঞা ঠাকুর, ভাইরাল ভিডিয়ো

শুনুন বক্তব্য:

এরপরই প্রজ্ঞা বলেন, "যদি কেউ হতাশ হয় এবং ক্ষুব্ধ হয়, আর সে হল আপনাদের মধ্যে রাবণ, কেউ একজন, যিনি আমার বড় শত্রু। আমি তাঁর শত্রু নই, কিন্তু তিনি আমাকে শত্রু মনে করেন। আমি জানি না যে আমি তাঁর কাছ থেকে কী মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছি। কিন্তু রাবণ যে কোনও জায়গায় থাকতে পারে। আমি সেই ব্যক্তিকে বলছি, যাঁর সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। তাঁকে সংশোধন করতে। যদি আপনি তা না করেন তবে আপনার বার্ধক্য এবং পরের জন্মও নষ্ট হয়ে যাবে। কারণ যখনই কেউ দেশপ্রেমিক, বিপ্লবীর এবং সর্বোপরি সাধুদের সঙ্গে লড়াই করেছে, সে রক্ষা পাবে না। রাবণ, কংস কেউ বাঁচল। বর্তমানের অধর্মী বা বিধর্মীরাও রক্ষা পাবে না।"