LPG Gas Cyclinder: রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে আসছে কড়া নিয়ম, লাগু হবে আগামী মাসে
রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে কারচুপি রুখতে আরও কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা৷ এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে৷। যদিও মোবাইলে ওটিপি দিয়ে গ্যাস নেওয়ার নিয়ম বেশ কয়েক মাস আগেই শুরু হয়ে গেছে।"তবে বাধ্যতামূলক ছিল না। এবার তা বাধ্যতামূলক করা হল।
নতুন দিল্লি, ১৭ অক্টোবর: রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) সরবরাহে কারচুপি রুখতে আরও কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা৷ এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে৷। যদিও মোবাইলে ওটিপি দিয়ে গ্যাস নেওয়ার নিয়ম বেশ কয়েক মাস আগেই শুরু হয়ে গেছে।" তবে বাধ্যতামূলক ছিল না। এবার তা বাধ্যতামূলক করা হল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১ নভেম্বর থেকে শুরু হবে এই নিয়ম৷ জানা গেছে,তেল সংস্থাগুলি এই ডেলিভারী অথেন্টিকেশনের কোডের এই নতুন ব্যবস্থা চালু করতে চলছে যে কোনও রকমের দুর্নীতি রোখার জন্য৷ এই ওটিপি অর্থাৎ ডেলিভারি অথেন্টিকশন কোড বা ডিএসি প্রাথমিকভাবে চালু করা হবে কলকাতাসহ ১০০টি স্মার্ট শহরে৷ আরও পড়ুন, জো বিডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে আমি হয়তো দেশ ছাড়ব, বললেন ট্রাম্প
গ্রাহকরা ফোন করে এলপিজি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে তাদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সিলিন্ডার ডেলিভারি করার সময় সেই কোড ওই সরবরাহকারীকে দিতে হবে। সঠিক ওটিপি দিলে তবেই মিলবে গ্যাস সিলিন্ডার। রাজস্থানে জয়পুরে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। কারচুপি রুখতে এটি বেশ বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷