Yash Dayal Posts: ধর্মীয় পোস্ট গুজরাটের পেসার যশ দয়ালের, নেটিজেনদের ক্ষোভের পর করলেন ডিলিট

কেকেআর-এর ব্যাটার রিঙ্কু সিং তাঁর করা শেষ ওভারেই পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়ে ছিলেন। রিঙ্কুর পাঁচ ছক্কায় সঙ্কটে গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালের।

কেকেআর-এর ব্যাটার রিঙ্কু সিং তাঁর করা শেষ ওভারেই পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়ে ছিলেন। রিঙ্কুর পাঁচ ছক্কায় সঙ্কটে গুজরাট টাইটান্সের পেসার যশ দয়ালের। তারই মাঝে বিতর্কে জড়ালেন যশ। এদিন সোশ্যাল মিডিয়ায় ২৫ বছরের ইউপি-র গুজরাট টাইটান্সের পোস্টার একটি সাম্প্রদায়িক লাভ জেহাদের পোস্ট করেন।

যশ দয়ালের এমন সাম্প্রদায়িক উস্কানিমূলক 'লাভ জিহাদ' পোস্ট নিয়ে বিতর্ক ছড়ায়। নেটিজেনরা নিন্দা করেন যশ দয়ালের এই পোস্টের। বিতর্কের পর যশ তাঁর এই পোস্ট সোশ্য়াল মিডিয়া থেকে ডিলিট করে ক্ষমা চেয়ে বলেন, ভুল করে তিনি এই পোস্টটি করেন। তবে তারই মধ্যেই অনেকেই তার এই বিতর্কিত পোস্টের স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দা করে পোস্ট করতে থাকেন। প্রসঙ্গত, রিঙ্কুর কাছে শেষ ওভারে পরপর পাঁচটা বাউন্ডারি হজম করে মানসিক অবসাদের মধ্যে চলে গিয়েছিলেন যশ দয়াল।

দেখুন যে পোস্টটি ডিলিট করেন যশ দয়াল

স্বাভাবিকভাবেই তিনি বাদ পড়েছিলেন। পরে অবশ্য অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁকে সুযোগ দিয়েছিলেন। আসন্ন ঘরোয়া ক্রিকেটে যশ দয়ালের চ্য়ালেঞ্জ হবে ঘুরে দাঁড়ানোর।