Loksabha Election 2024: বুথ ফেরৎ সমীক্ষায় মোদীর ক্ষমতায় ফেরার আভাস জোর কদমে, NDA জোটের ফেরার ইঙ্গিতে মুখ খুললেন সোনিয়া গান্ধী
ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষার ফল সামনে আসার পর এ বিষয়ে তাঁর কী মত বলে প্রশ্ন করা হয় সোনিয়া গান্ধীকে। যার উত্তর শুনে কংগ্রেস নেত্রী বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
দিল্লি, ৩ জুন: লোকসভা নির্বাচন (Loksabha Election) সবে সবে শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের পর বুথ ফেরৎ সমীক্ষার ফল সামনে আসতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। বুথ ফেরৎ সমীক্ষার ফলে এবার ফের এনডিএ জোট ক্ষমতা দখল করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশের যেকটি বড় সংস্থা রয়েছে, তার প্রায় প্রত্যেকটির বুথ ফেরৎ সমীক্ষায় গেরুয়া ঝড়ের আভাস দেওয়া হয়েছে। যা মানতে ঠিক রাজি নয় বিরোধী শিবির। বুথ ফেরৎ সমীক্ষার ফলে বিজেপি তথা এনডিএ (NDA) জোট ক্ষমতায় আসার আভাস প্রকাশ পতেই মুখ খুললেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।
ভোটের পর বুথ ফেরৎ সমীক্ষার ফল সামনে আসার পর এ বিষয়ে তাঁর কী মত বলে প্রশ্ন করা হয় সোনিয়া গান্ধীকে। যার উত্তর শুনে কংগ্রেস নেত্রী বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। বুথ ফেরৎ সমীক্ষায় যা বলা হয়েছে, ফলাফলে তার উল্টো ছবি দেখা যাবে বলেই আশা করা হচ্ছে বলে মন্তব্য করেন সোনিয়া।
সীতারাম ইয়েচুরির পাশে দাঁড়িয়ে কী বললেন সোনিয়া গান্ধী, শুনুন...
প্রসঙ্গত ৪ জুন অর্থাৎ মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। ফলে এনডিএ জোট ফের ক্ষমতায় আসবে না ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ রায় দিলেন, সেদিকে তাকিয়ে গোটা দেশ।
চব্বিশের লোকসভা নির্বাচনে লড়লেন না সোনিয়া গান্ধী। উত্তরপ্রদেশে রায়বেরিলির আসন তিনি ছাড়লেন পুত্র রাহুলের জন্য। রায়বেরিলির মানুষ যাতে তাঁর মত করেই রাহুল গান্ধীকে আপন করে নেন, ভোটের প্রচারে সেই আবেদন করেন সোনিয়া। তবে রাহুলের আগে ওই আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী না রবার্ট বঢ়রা লড়াই করেন, তা নিয়েও এক সময় জোর আলোচনা শুরু হয়ে যায়।