Loksabha Election 2024: সপ্তম দফা ভোটের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ তারিখ, নির্বাচন হবে আগামী ১ জুন

পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হবে আগামীকাল।সোমবার এই দফায় ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ – এই সাতটি আসনে।

Election Alert for Loksabha Election 2024 Photo Credit: Twitter@airnewsalerts

সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। এই  দফায় ১ জুন ভোট নেওয়া হবে রাজ্যের ৯-টি সহ মোট ৫৭-টি আসনে। দক্ষিণবঙ্গের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট অনুষ্ঠিত হবে সপ্তম দফায়। গত ২০১৯ লোকসভা নির্বাচনে এই ৯ টি আসনই দখলে ছিল রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। তবে ২০২১ এ সমীকরণ বদলেছে। জন্ম নিয়েছে আই এস এফ। তাই ২০২৪ এই ৯টি আসনে সংখ্যালঘু ভোট চিন্তায় ফেলেছে শাসকদলকে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়নে ভুল আছে বলে দাবি করেছে বিজেপি।  বিজেপির অভিযোগ, আইন মেনে বা নির্বাচনী বিধি মেনে মনোনয়ন জমা দেননি কেউই। তাই তাঁদের দুজনের মনোনয়ন বাতিলের আবেদনও করা হয়েছে।

সপ্তম দফা লোকসভা নির্বাচনের মধ্যেই আগামী ১ জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। বরানগর আসনে তৃণমূলের তারকা-প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।আর তাপস রায়ের ছেড়ে যাওয়া জায়গায় বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। এই কেন্দ্রে বামেদের প্রার্থী তন্ময় ঘোষ।

অন্যদিকে, পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হবে আগামীকাল।সোমবার এই দফায় ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ – এই সাতটি আসনে। পঞ্চম দফায় ৬১৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে মোতায়েন করার কথা জানানো হলেও রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আরও ৩৭ কোম্পানী বাহিনী।এর ২০ কোম্পানী মনিপুর এবং ১৭ কোম্পানী মধ্যপ্রদেশ থেকে আসবে। এই পর্বে থাকছে ৫৬৭ সেকশন ক্যুইক রেসপন্স টিম। শেষ তিন দফার জন্য আজও ভোটারদের মন জয়ে জনসভা, পদযাত্রা, রোডশো করবেন বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা।



@endif