Loksabha Election 2024: ওয়েনাড়ের পর রায়বেরিলি থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী; মোদীর কটাক্ষ, 'পালিয়ে যেও না'

মোদী আরও বলেন, আমি আগেই বলেছিলেন, 'এবার ওয়েনাড় থেকে হারছেন কংগ্রেসের শেহজাদা। সেই কারণে যেই ওয়েনাড়ে ভোট হল, তারপর নিজের জন্য রাহুল গান্ধী একটি সুরক্ষিত আসন খুঁজছেন।'

Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৩ মে: রায়বেরিলি থেকে এবার ভোটে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়েনাড় থেকেও এবার ভোটে দাঁড়ান কংগ্রেস নেতা। ওয়েনাড়ে ভোট সম্পন্ন হওয়ার পর এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকে রাহুল মনোনয়ন পত্র জমা দেবেন বলে খবর। যা নিয়ে সোনিয়া-তনয়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়েনাড়ে জয় নিয়ে ভয় পাচ্ছেন রাহুল গান্ধী। সেই কারণে তিনি এবার রায়বেরিলি থেকে ফের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় হাজির হয়ে এভাবেই রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের জন্য সুরক্ষিত আসন খুঁজছেন বলে ফের কংগ্রেস নেতাকে আক্রমণ করেন মোদী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'জাতপাতের ভেদে সমাজকে ভাগ করতে চাইছে কংগ্রেস', অভিযোগ মোদীর

মোদী আরও বলেন, আমি আগেই বলেছিলেন, 'এবার ওয়েনাড় থেকে হারছেন কংগ্রেসের শেহজাদা। সেই কারণে যেই ওয়েনাড়ে ভোট হল, তারপর নিজের জন্য রাহুল গান্ধী একটি সুরক্ষিত আসন খুঁজছেন। সেই অনুযায়ী তিনি এবার রায়বেরিলি থেকে ফের মনোনয়ন পত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন' বলে কটাক্ষ করেন মোদী। আমেঠি থেকেও দাঁড়াতে ভয় পাচ্ছেন রাহুল। সেই কারণে আমেঠি ছেড়ে এবার রায়বেরিলির দিকে রাহুল গিয়েছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রাহুলকে উদ্দেশ্য করে মোদী কটাক্ষের সুরে বলেন, 'ডরো মত, ভাগো মত।'



@endif