Loksabha Election 2024: রাহুল গান্ধীর 'আগুন জ্বলবে' মন্তব্যের কড়া সমালোচনা মোদীর, 'এটা কি গণতন্ত্রের ভাষা', প্রশ্ন PM-এর

সম্প্রতি রাহুল গান্ধী বলেন, ভোটের আগেই 'বিজেপি ম্যাচ ফিক্স করে ফেলেছে'। সেই কারণে লোকসভা নির্বাচন শুরুর আগে দেশের দুই মুখ্যমন্ত্রীকে পরপর জেলে পাঠানো হয়েছে বলেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল।

PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২ এপ্রিল: এবার ফের রাহুল গান্ধীকে (Rahul Gandhi)  কড়া আক্রমণ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি (BJP)  সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে, 'দেশে আগুন জ্বলবে' বলে যে মন্তব্য রাহুল গান্ধী করেন, তাকে কি গণতন্ত্রের ভাষা বলা যায় বলে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি রাহুল গান্ধী বলেন, ভোটের আগেই 'বিজেপি ম্যাচ ফিক্স করে ফেলেছে'। সেই কারণে লোকসভা নির্বাচন শুরুর আগে দেশের দুই মুখ্যমন্ত্রীকে পরপর জেলে পাঠানো হয়েছে বলেও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। এই 'ম্যাচ ফিক্স' করা নির্বাচনে যদি বিজেপি জিতে যায়, তাহলে 'সংবিধান বদল' করবে। তারপর 'দেশে আগুন জ্বলবে' বলে আক্রমণ করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: Narendra Modi: 'ED, CBI-কে অপব্যবহার করেছে মোদী সরকার', বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী

কংগ্রেস নেতার ওই মন্তব্যের পর এবার রাহুল গান্ধীকে পালটা কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, তা গণতন্ত্রে চলে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।