IPL Auction 2025 Live

Loksabha Election 2024 Fourth Phase: চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়ল ১০.৩৫ শতাংশ, ৯ রাজ্যে এগিয়ে বাংলা

সোমবার পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে চতুর্থ দফায়। গোটা দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

The Election Commission of India Photo Credit: @airnews_kolkata

সোমবার (১৩ মে,২০২৪) পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে চতুর্থ দফায়। গোটা দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। চতুর্থ দফার ভোটে অন্ধ্রপ্রদেশ এর ২৫টি লোকসভা কেন্দ্র এবং‌ তেলেঙ্গানার ১৭টি লোকসভা কেন্দ্রের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ চলছে আজ। সকাল ৯টা পর্যন্ত ভোটগ্রহণের হার ১০.৩৫ শতাংশ।

রাজ্যভিত্তিক ভোটগ্রহণের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। সকাল ৯টা অবধি ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে। বাকি রাজ্যগুলিতে ভোটগ্রহণের হার- অন্ধ্র প্রদেশ ৯.০৫%, বিহার ১০.১৮%,জম্মু ও কাশ্মীর ৫.০৭%, ঝাড়খণ্ড ১১.৭৮%, মধ্যপ্রদেশ ১৪.৯৭%,

মহারাষ্ট্র ৬.৪৫%, ওড়িশা ৯.২৩%, তেলেঙ্গানা ৯.৫১% এবং উত্তরপ্রদেশে ১১.৬৭% ভোট পড়েছে প্রথম দু ঘণ্টায়।