Loksabha Election 2024: হেমার বিরুদ্ধে 'অশালীন' মন্তব্যের অভিযোগ, কংগ্রেসের সূর্যেওয়ালাকে নোটিশ নির্বাচন কমিশনের
রণদীপ সূর্যেওয়ালা পালটা দাবি করেন। তিনি বলেন, বিজেপির আইটি সেল তাঁর ভিডিয়োটির সঙ্গে সংযোজন, বিয়োজন করে সেটির প্রচার করছে। তিনি যা বলেছেন, তার প্রকৃত ভিডিয়ো শোনা হোক বলে দাবি করেন কংগ্রেস নেতা।
দিল্লি, ৯ এপ্রিল: হেমা মালিনীর বিরুদ্ধে 'অশালীন' মন্তব্যের অভিযোগে এবার কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালাকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রচার যখন জোর কদমে চলছে,সেই সময় বিজেপি নেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে রণদীপ সূর্যেওয়ালার বিরুদ্ধে। রণদীপের যে ভিডিয়োটি ভাইরাল হয়, সেখানে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, মানুষ কেন সাংসদ, বিধায়কদের নির্বাচন করেন? মানুষের হয়ে সুর চড়াবেন বলেই তো মানুষ বিধায়ক, সাংসদদের নির্বাচন করেন। হেমা মালিনীকে কেন নির্বাচিত করা হয় বলে অভিনেত্রী, সাংসদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন রণদীপ সূর্যেওয়ালা। অভিযোগ ওঠে এমনই।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'চিনের কিছু অংশের নামকরণ যদি আমরা করি', অরুণাচলে বেজিংকে বিঁধলেন রাজনাথ
যদিও রণদীপ সূর্যেওয়ালা পালটা দাবি করেন। তিনি বলেন, বিজেপির আইটি সেল তাঁর ভিডিয়োটির সঙ্গে সংযোজন, বিয়োজন করে সেটির প্রচার করছে। তিনি যা বলেছেন, তার প্রকৃত ভিডিয়ো শোনা হোক বলে দাবি করেন কংগ্রেস নেতা। তিনি যা বলেছেন, হেমা মালিনীর প্রতি শ্রদ্ধা রেখেই মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ধর্মেন্দ্রজির স্ত্রী হেমা মালিনীজি তাঁদের পুত্রবধূ বলেও মন্তব্য করেন রণদীপ সূর্যেওয়ালা।
অন্যদিকে হেমা মালিনী বলেন, কংগ্রেস নামি ব্যক্তিদের নিশানা করছে। যাতে তাঁদের ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করা যায়, কংগ্রেস সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেন মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনী।