Lok Sabha Elections 2024 Phase 5: পঞ্চম দফায় দেশে ভোট পড়ল মাত্র ৫৭ শতাংশ, রায়বারেলি থেকে ব্যারাকপুর, মুম্বই থেকে মতুয়া গড়, সরগরম কঠিন কেন্দ্র

দেশজুড়ে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হল। দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ হল।

Photo Credits: Wikipedia and PTI

নতুন দিল্লি, ২০ মে: দেশজুড়ে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হল। দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ হল। পঞ্চম দফায় দেশজুড়ে মাত্র ৫৭.৪৭ শতাংশ ভোট পড়ল। চূড়ান্ত ভোটদানের হার আসতে আরও দু-তিন লাগতে পারে। তবে বড়জোড় এখান থেকে ২-৩ শতাংশ বাড়তে পারে ভোটদানের হার। পঞ্চম দফার ভোটদানের হার চিন্তায় রাখল বিজেপি-কে। কারণ ভোটদানের হার মানেই মোদী ঝড় কমে আসার ইঙ্গিত, সেটা বিজেপি-র ৪০০ আসনে জেতার স্বপ্নে বড় বাঁধা হতে পারে। মুম্বইয়ের চেয়ে বেশী ভোট পড়ল বারমুলায়। উত্তর প্রদেশেও সাধারণ মানুষদের মধ্যে ভোটদানের তেমন উতসাহ দেখা গেল না।

উত্তর প্রদেশের ১৪টি, মহারাষ্ট্রের ১৩টি, পশ্চিমবাঙলার ৭টি, বিহার এবং ওডিশার পাঁচটি করে, ঝাড়খণ্ডের তিনটি ও জম্মু-কাশ্মীর ও লাদাখে দুটি লোকসভা আসনে ভোটগ্রহণ হল পঞ্চম দফায়। এই দফায় ভোট দিল মুম্বই। সাধারণ মানুষের সঙ্গে ভোট দিলেন বলিউডের তারকারা। শাহরুখ খান, আমির খান, সলমন খান-রা ভোট দিলেন। আঙুলে ভোটের কালি দিয়ে ছবি দিলেন রণবীর কাপুর, ঐশ্বর্য রাই-রা। সেলেবদের ভোট দেওয়া নিয়ে ব্যস্ত থাকল মিডিয়া। তবে রাজনৈতিকত মহলের সবচেয়ে বেশী নজর ছিল উত্তর প্রদেশের দুই আকর্ষণীয় কেন্দ্র রায়বারেলি, আমেথির দিকে। সঙ্গে বাংলার হুগলি, ব্যারাকপুর আসন নিয়ে আলাদা আকর্ষণ ছিল।

বাংলায় ভোটগ্রহণ হল হুগলি জেলার ৩ টি কেন্দ্র: শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। হাওড়া জেতার ২টি কেন্দ্র: হাওড়া ও উলুবেড়িয়া। উত্তর ২৪ পরগণার দুটি কেন্দ্র- ব্যারাকপুর ও বনগাঁ-য়। নররকাড়া প্রার্থীদের মধ্যে ছিলেন- রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি), লকেট চট্টোপাধ্যায় (হুগলি), অর্জুন সিং (ব্যারাকপুর), পার্থ ভৌমিক (ব্যারাকপুর), প্রসূণ বন্দ্যোপাধ্যায় (হাওড়া), শান্তনু ঠাকুর (বনগাঁ)। আরও পড়ুন-

দেখুন কোথায় কত ভোট পড়ল

প্রথম চার দফার মত পঞ্চম দফাতেও সবচেয়ে বেশী ভোট পড়ল বাংলায়। বাংলায় ভোটদানের হার শেষ পর্যন্ত দাঁড়াল ৭৩ শতাংশ। যদিও সেটা গত চারটে দফার মধ্যে সবচেয়ে কম। সবচেয়ে কম ভোট পড়ল মহারাষ্ট্রে। কমিশন অনেক চেষ্টা করেও মারাঠা ভূমে ভোটদানের হার বাড়াতে পারল না। পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোটদানের হার হল ৪৮.৮৮ শতাংশ। মুম্বই সহ শহর ও শহরতলি অঞ্চলেই এই দফায় মহারাষ্ট্রে ভোট হল। মারাঠা ভূমে এদিন লোকসভা নির্বাচন ২০২৪-র সব কটি আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হল।

ব্যারাকপুর, আরামবাগ ও হুগলির কিছু বুথ বাদ দিলে বাংলায় পঞ্চম দফায় ভোটগ্রহণ মোটের ওপর শান্তিতেই শেষ হল। বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার সাতটি কেন্দ্রর মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ে- আরামবাগে (৭৬.৯০ শতাংশ), আর সবচেয়ে কম ভোট পড়ে ব্যারাকপুরে (৬৮.৪০ শতাংশ)।

রায়বারেলিতে বিজেপি-র বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। মুম্বইয়ে তাদের শক্তিশালী বুথগুলিতে বিজেপি ইচ্ছাকৃতভাবে লাইনে লোক বাড়িয়ে ভোট প্রক্রিয়া ধীরে করার অভিযোগ করেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে।

উত্তর প্রদেশের হাই প্রোফাইল দুই আসন-আমেথি ও রায়বারেলি-র পাশাপাশি এদিন উত্তর প্রদেশের রাজধানী লখনৌ, ঝাঁসি, ফতেপুর, যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিং-য়ের কেন্দ্র কাইসেরগঞ্জের মত নজরকাড়া আসনেও ভোটগ্রহণ হয়। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের থানে, নাসিক, কল্যাণের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ হল। বিহারের শরণ লোকসভায় লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিনি আচার্য-র ভাগ্যপরীক্ষা হল। লালুর মেয়ে প্রার্থী হয়েছেন বিজেপির হেভিওয়েট তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীবপ্রসাদ রুডির বিরুদ্ধে।

কাশ্মীরের বারামুলায় নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে হবে ভোটগ্রহণ হল। রেকর্ড ৫৪ শতাংশ ভোট পড়ল। লাদাখের ঠান্ডায় এবার ভোটের হাওয়া এবার বেশ উষ্ণ। লাদাখে শান্তিপূর্ণভাবেই ভোট দিলেন সেখানকার মানুষ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now