Lok Sabha Elections 2024: রাত পোহালেই দেশে তৃতীয় দফার ভোট, জানুন কোন কোন কেন্দ্রে হবে ভোটগ্রহণ

চলতি লোকসভা নির্বাচনে এবার তৃতীয় দফার ভোটগ্রহণের পালা। দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ হতে চলেছে আগামিকাল, মঙ্গলবার।

Long queue of Jammu Voters Photo Credit: Twitter@ANI

নতুন দিল্লি, ৬ মে: চলতি লোকসভা নির্বাচনে এবার তৃতীয় দফার ভোটগ্রহণের পালা। দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ হতে চলেছে আগামিকাল, মঙ্গলবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদবের স্ত্রী তথা এসপি নেত্রী ডিম্পল যাদব-এর মত হেভিওয়েটরা এবারের দফায় প্রার্থী।

এই দফায় বিরোধী শিবিরের লক্ষ্য় হবে গুজরাট, অসমে সব আসনে বিজেপি-কে জিততে না দিয়ে উত্তর প্রদেশে নিজেদের গড় বাঁচানো। যোগী আদিত্যনাথের রাজ্যে যে দশটি আসনে ভোট হচ্ছে তাদের মধ্যে অন্তত চারটি আসনে বিরোধীরৃদের জেতার সম্ভাবনা আছে। এবার দফায় ভোট দেবে অযোধ্যা, আগ্রাবাসী। অযোধ্যার

একটি কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী জিতে গিয়েছেন। গুজরাটের সুরাটে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির মুকেশ দালাল। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৫ মে করে দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা থাকলেও সেখানে বিএসপি প্রার্থীর মৃত্যু হওয়া পিছিয়ে কাল, মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে। নরেন্দ্র মোদীর রাজ্যে গুজরাটের সব কটি আসনে ভোট>

জানুন কোন কোন কেন্দ্র তৃতীয় দফায় ভোটগ্রহণ-

পশ্চিমবঙ্গ (৪/৪২)

মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ।

নজরে- মুর্শিদাবাদ

মহারাষ্ট্র (১১/৪৮)

লাতুর, বারামতি, সোলাপুর, মাধে, সাঙ্গলি, মাধা, সাতারা, রায়গড়, ওসমানাবাদ, কোলাপুর, হাতকানানগ্লে।

নজরে-বারামতি

উত্তর প্রদেশ (১০/৮০)

বারেলি, বাদুন, হাথরাস, আগ্রা, ফতেপুর সিক্রি, ফিরোজাবাদ, মৈনপুরি, আনোলা, ইটা, সম্বল।

নজরে-মৈনপুরী, ফতেপুর সিক্রি

অসম (৪/১৪)

কোকরাঝাড়, ধুবড়ি, বেরপেতা, গুয়াহাটি।

নজরে- গুয়াহাটি

বিহার (৫/৪০)

ঝানহারপুর, সুপাউল, আরারিয়া, মাধেপুর, খাগারিয়া

নজরে- মাধেপুর

ছত্তিশগড় (৭)

রায়গড়, সুরগুজা, কোরবা, বিলাসপুর, দুর্গ, রাইপুর, জানঝগির-চম্পা

নজরে-দুর্গ

গোয়া (২/২)

উত্তর গোয়া, দক্ষিণ গোয়া

নজরে- দক্ষিণ গোয়া

গুজরাট (২৫/২৫)

রাজ্যের সব কটি লোকসভা আসনে ভোট

নজরকাড়া আসন- গান্ধীনগর, ভদোদরা, ভারুচ, দাহুদ, রাজকোট, আমেদাবাদ পূর্ব, আমেদাবাদ পশ্চিম।

কর্ণাটক (১৪/২৮)

শিবমোগা, দাভানাগরে, ছিক্কোদি, বেলগাঁও, বিজাপুর, গুলবার্গা, রাইচুর, বাইদুর, কোপ্পাল, বেল্লারি, হাভেরি, ধারওয়াদ, উত্তর কন্নড়

নজরকাড়া আসন-শিবমোগা, গুলবার্গা

মধ্যপ্রদেশ (৯/২৯)

গোয়ালিয়র, গুনা, মোরেনা, সাগর, বিদিশা, ভোপাল, রায়গড়, ভিন্দ, বেতুল

নজরকাড়া আসন- বিদিশা, গুনা, গোয়ালিয়র।

কেন্দ্রশাসিত অঞ্চল (২)

দমন ও দিউ, দাদরা ও নাগার হাভেলি

নজরকাড়া আসন-দমন ও দিউ।