Lok Sabha Election Results 2024 Winner List: দেশের ৫৪৩টি লোকসভা আসনে কোথায় কে জিতলেন, দেখুন পুরো তালিকা

দেশের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গুজরাটের সুরাট লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি।

Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: Twitter)

দেশের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গুজরাটের সুরাট লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। এ ছাড়া দেশের ৫৪২টি লোকসভা আসনে ভোট গণনা চলছে। কিছু আসনে ফল প্রকাশ হয়ে গিয়েছে, বাকিগুলিতে ভোট গণনা চলছে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের মত গেরুয়া রাজ্যে গড় ধরে রাখলেও বাংলায় বড় ধাক্কা খেয়েছেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রেও রুখছে মোদীর হাওয়া। হরিয়ানায় বিজেপি-কে ধাক্কা দিয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশে বিজেপির ধাক্কার মাত্রা সবচেয়ে অপ্রত্যাশিত।

এখনও পর্যন্ত যা ফলের প্রবণতা তাতে দেখা যাচ্ছে, বিজেপি-র নেতৃত্বে এনডিএ ২৯৫টি আসনে জিতে গিয়েছে। সেখানে যেখানে সরকার গড়তে লাগে ২৭২টি আসন। কিন্তু এনডিএ-তে রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলগু দেশম, নীতীশ কুমারের জেডি (ইউ)-য়ের মত দল। যাদের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা শুধুই সংখ্যার। মোদীকে এখন ক্ষমতায় থাকতে হলে শরিকদের ওপর ভরসা করতে হবে। সেখানে সব প্রত্যাশা ছাপিয়ে কংগ্রেস একশোটির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। আর ইন্ডিয়া ২৩১টি আসনে এগিয়ে, অন্যান্যরা এগিয়ে ১৮টি আসনে। চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারের পাশাপাশি এনডিএ শিবিরের আরও কিছু দলকে নিজেদের দিকে টানতে পারলে এই অবস্থা থেকেও মোদীকে সিংহাসন থেকে সরানো সম্ভব। তবে এখনও পর্যন্ত সেই সম্ভাবনা খুবই কম।

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে এনডিএ-র থেকে ইন্ডিয়া জোট অন্তত ৭টি আসনে এগিয়ে আছে। অথচ মনে করা হয়েছিল ইউপি-তে ৮০টি-র মধ্যে বিজেপি অন্তত ৬৮টি জিতবে, আর শরিকরা পাবে ৭টি আসন। সেখানে কংগ্রেস তাদের পুরনো দুই গড় আমেথি ও রায়বারেলি উদ্ধারের পথে। আর ঝড় তুলেছেন এসপি প্রধান অখিলেশ যাদব। তবে বিহারে মোটের ওপর গড় মজবুত রাখতে পেরেছে এনডিএ। কর্ণাটকে গতবারের থেকে ৭টি আসন কম পেতে পারে বিজেপি। তবে সেখানে কংগ্রেসের কাছে আরও বড় কিছু করার সুযোগ ছিল। কেরলে ও তামিলনাড়ুতে একটি করে আসনে বিজেপি এগিয়ে থাকলেও সেখানে কংগ্রস, ডিএমকে দারুণ ফল করছে। কেরলে মাত্র একটি আসনে এগিয়ে সিপিএম।

দেখুন দেশের কোন কেন্দ্রে কারা এগিয়ে বা জয়ী