Lok Sabha Election Results 2024 Live Streaming On TV9Bangla: কার দখলে মসনদ? বিরোধীদের জোট বেকায়দায় ফেলবে মোদীকে নাকি আব কি বার মোদী সরকার, লাইভ দেখুন সকাল থেকেই

সাত দফার ভোটপর্ব শেষ হয়েছে শনিবার। এ বার গণনার পালা। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন তাদের আধিকারিকেরা।নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। দ্বিতীয় স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা।সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে গণনা। ঘরে বসে গণনার লাইভ খবর ও আপডেট পেতে দেখুন টিভি নাইন বাংলা (TV9 Bangla) লাইভ এক ক্লিকে-