Lok Sabha Election 2024 Results: রায়বেরিলি, ওয়েনাড় থেকে জয়ী রাহুল, ইন্ডিয়া জোট ভাল ফল করতেই ভিকট্রি চিহ্ন দেখালেন গান্ধীরা

Sonia Gandhi With Rahul, Priyanka And Kharge (Photo Credit: ANI/Twitter)

গোটা দেশ জুড়ে ইন্ডিয়া জোট ভাল ফল করছে। ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক কংগ্রেসের ফলও এবার নজরকাড়া। কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ভাল ফল করতেই সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং কেরলের ওয়েনাড় থেকে রাহুল গান্ধী কয়েক লক্ষ ভোটে জাতার পর ভিকট্রি চিহ্ন দেখান সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। সোনিয়া, খাড়গের সঙ্গে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও ভিকট্রি চিহ্ন দেখান।

দেখুন ট্যুইট...