Lok Sabha Election 2024: বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার পেরোল না ৬০ শতাংশ, সবথেকে বেশি ভোট পড়ল চন্ডীগড়ে
কমিশন সূত্রে খবর, বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটদানের গড় হার ৫৮.৩৪ শতাংশ। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে চণ্ডীগড়ে (৭২.৮০ শতাংশ)
শেষ হল লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটগ্রহণ। সপ্তম দফায় একাধিক অশান্তির মধ্যেও সম্পূর্ণ হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য বলছে ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফা ভোটে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬০ শতাংশ পৌঁছয় নি।
কমিশন সূত্রে খবর, বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটদানের গড় হার ৫৮.৩৪ শতাংশ। সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে চণ্ডীগড়ে (৭২.৮০ শতাংশ)। এ ছাড়াও বিহারে ৪৮.৮৬ শতাংশ, হিমাচল প্রদেশে ৬৬.৫৬ শতাংশ , ঝাড়খণ্ডে ৬৭.৯৫ শতাংশ, ওড়িশায় ৬২.৪৬ শতাংশ, পঞ্জাবে ৫৫.২০ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৫৪ শতাংশ ভোট পড়ল। সারাদিন হিংসা ও অশান্তি হলেও ৫টা অবধি পশ্চিমবঙ্গে ৬৯.৮৯ শতাংশ ভোট পড়েছে। দেখুন রিপোর্ট-
Tags
2024 ভারত নির্বাচন
২০২৪ লোকসভা নির্বাচন
২০২৪ সালের লোকসভা নির্বাচন
7th Phase Loksabha Election
Lok Sabha Election 2024
LOK SABHA ELECTIONS 2024
Loksabha election 2024
Parliament Election
Parliament Election 2024
Parliamentary Election 2024
Phase 7 Polling
Seventh Phase Election
Seventh phase of Lok Sabha Elections 2024
ভারত নির্বাচন
লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনের সপ্তম দফা
সপ্তম দফার লোকসভা ভোট