Lok Sabha Elections 2024: ভোটের হারে এগিয়ে সৌমিত্রর বিষ্ণুপুর, তুলনায় পুরুলিয়া পিছিয়ে
চড়া রোদের মধ্যে ভোটারদের লম্বা লাইন দেখা গেল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হারে রাজ্যের যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট চলছে, তাতে ভোটদানের হারে এগিয়ে থাকল বিষ্ণুপুর।
কলকাতা, ২৫ মে: রাজ্যে বাকি পাঁচ দফার থেকে ষষ্ঠ দফায় বেশী খবরে থাকল। বিক্ষিপ্ত অশান্তির খবর এল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে। শুভেন্দু অধিকারী-র অনুগামীদের বুথ দখলের অভিযোগ থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়-কে ঘিরে বিরোধীদের স্লোগান, পাল্টা অভিজিতের বিতর্কিত মন্তব্য, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী, সাংবাদিকদের হামলার অভিযোগও উঠল। তবে বেশীরভাগ জায়গাতেই মোটের ওপর শান্তিতেই ভোট পড়ল।
চড়া রোদের মধ্যে ভোটারদের লম্বা লাইন দেখা গেল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হারে রাজ্যের যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট চলছে, তাতে ভোটদানের হারে এগিয়ে থাকল বিষ্ণুপুর। সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের দ্বৈরথের বিষ্ণুপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৮১.৪৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায় (৭৪.০৯ শতাংশ)। পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ে ভোটদানের হার- তমলুকে ৭৯.৭৯ শতাংশ ও কাঁথিতে ৭৫.৬৬ শতাংশ। আরও পড়ুন- বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধারে ভাঙড়ে ফের তল্লাশি CID-র, পুকুরে নামানো হল ডুবুরি
দেব-হিরণ দ্বৈরথের ঘাটালে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৭৯ শতাংশের কাছাকাছি ভোট পড়ল। জঙ্গলমহলের ঝাড়গ্রামে ভোট পড়ল ৭৯.৬৮ শতাংশ। জুন মালিয়া বনাম অগ্নিমিত্রা পালের মেদিনীপুরে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ (বিকেল পাঁচটা পর্যন্ত)। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের কেন্দ্র বাঁকুড়ায় ভোট পড়ল ৭৬.৭৯ শতাংশ (বিকেল পাঁচটা পর্যন্ত)।