MH-60 'Romeo' Helicopter First Picture: ভারতের MH-60 Romeo হেলিকপ্টারের প্রথম ছবি প্রকাশ করল লকহিড মার্টিন

ভারতীয় নৌবাহিনীর জন্য প্রস্তুত MH-60 Romeo হেলিকপ্টারের প্রথম ছবি প্রকাশ করল অ্যামেরিকান প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন (Lockheed Martin)। ছবি প্রকাশ করে তারা নৌবাহিনীকে নেভি ডে-র শুভেচ্ছা জানিয়েছে। ছবিতে একটি MH-60 Romeo হেলিকপ্টার দেখা যাচ্ছে, যেটিকে ভারতের নৌবাহিনীর অন্য হেলিকপ্টারের মতো রং করা হয়েছে। রয়েছে অন্য লোগোও। লকহিড মার্টিনের থেকে ভারত ২৪টি MH-60 Romeo হেলিকপ্টার কিনছে।

MH-60 Romeo Helicopter for the Indian Navy (Photo Credits: ANI/Twitter)

ওয়াশিংটন, ৪ ডিসেম্বর: ভারতীয় নৌবাহিনীর জন্য প্রস্তুত MH-60 Romeo হেলিকপ্টারের প্রথম ছবি প্রকাশ করল অ্যামেরিকান প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন (Lockheed Martin)। ছবি প্রকাশ করে তারা নৌবাহিনীকে নেভি ডে-র শুভেচ্ছা জানিয়েছে। ছবিতে একটি MH-60 Romeo হেলিকপ্টার দেখা যাচ্ছে, যেটিকে ভারতের নৌবাহিনীর অন্য হেলিকপ্টারের মতো রং করা হয়েছে। রয়েছে অন্য লোগোও। লকহিড মার্টিনের থেকে ভারত ২৪টি MH-60 Romeo হেলিকপ্টার কিনছে।

MH-60 Romeo-কে বিশ্বের সর্বাধিক উন্নত অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টারের মধ্যে বিবেচনা করা হয়। এগুলিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। বহু দশক ধরে ভারত ব্রিটিশ নির্মিত সি কিং হেলিকপ্টার ব্যবহার করে আসছে। আরও পড়ুন: COVID Vaccine in India: ভারতে কয়েক সপ্তাহ পর মিলবে করোনা ভ্যাকসিন; সর্বাগ্রাধিকার পাবেন কারা?

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় করাচি বন্দরে হামলার স্মরণে প্রতিবছর ৪ ডিসেম্বর নেভি ডে পালিত হয়। আজ MH-60 Romeo-র ছবি প্রকাশ করে লকহিড মার্টিন টুইটে লিখছে, "নেভি ডে-তে আমরা সমস্ত গৌরবে ইন্ডিয়ান নেভির MH-60 Romeo-র প্রথম ছবি শেয়ার করার জন্য গর্বিত।"