Boycott Chinese Goods Protests: চিনা পণ্য বয়কটের দাবিতে পুড়ছে জিনপিংয়ের কুশপুতুল, মেড-ইন-চায়না লেখা টিভি ভাঙচুর

চিনা আগ্রাসনের জবাবে সেদেশের পণ্য বয়কটের (Boycott Chinese Goods Protests) দাবিতে জ্বলে উঠল দেশের একাধিক প্রান্ত। গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) সীমান্তে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদেই রাজনীতিবিদ-সহ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়ে উঠলেন। রাস্তায় নেমে এসে চিনা পণ্য বয়কটের (Ban on Chinese goods and products) দাবিতে সোচ্চার হলেন তাঁরা।

People Protesting Against China (Photo Credits: ANI/Twitter)

চিনা আগ্রাসনের জবাবে সেদেশের পণ্য বয়কটের (Boycott Chinese Goods Protests) দাবিতে জ্বলে উঠল দেশের একাধিক প্রান্ত। গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) সীমান্তে সংঘর্ষের জেরে শহিদ হয়েছেন ২০ জন জওয়ান, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদেই রাজনীতিবিদ-সহ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়ে উঠলেন। রাস্তায় নেমে এসে চিনা পণ্য বয়কটের (Ban on Chinese goods and products) দাবিতে সোচ্চার হলেন তাঁরা।

চিনা পণ্য বয়কটের ডাকে সামিল হয়েছেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব (Jan Adhikar Party Chief Pappu Yadav)। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদসংস্থা ANI। সেই ভিডিয়োতে পাপ্পু যাদবকে একটি চিনা মোবাইল সংস্থার (Chinese mobile phone manufacturer) ব্যানারে কালি লাগিয়ে দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় সেই ব্যানারে তিনি 'নো চাইনিজ প্রোডাক্ট' লিখে দেন। জেসিবি মেশিনে উঠে তিনি ব্যানারে কালি লাগিয়ে দেন। এছাড়াও আরও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে চিনের পতাকা আবার কেউ চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের কুশপুতুল জ্বালানো হচ্ছে দেশজুড়ে। চিনা দ্রব্য বয়কটের ডাকে ভয়ঙ্কর ছবি ধরা পড়ল সুরাতে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেড ইন চায়না লেখা টিভির সেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে।

মেড ইন চায়না লেখা টিভি ভেঙে চুরমার:

The toughest response to China by far from India has been from RWA. pic.twitter.com/yPfxONqoOk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংসদ এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতেও চলছে চিনা দ্রব্য বয়কট। বিহারের পাটনা, আহমেদাবাদ, ভাদোদরা এবং গুজরাতের সুরাতেও ধরা পড়েছে এই ছবি। গুজরাতেও পোড়ানো হচ্ছে জিনপিং-র কুশপুতুল এবং চিনা পতাকা।



@endif