Bihar:'ড্রাই স্টেট' বিহারে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার ৫ হাজার লিটার মদ

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তারা তিনজনই পঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা।

বিহারে বাজেয়াপ্ত মদ ভর্তি ট্যাঙ্কার (ছবিঃX)

নয়াদিল্লিঃ সামনেই ছট পুজো(Chhath Puja 2024)। আর এই আবহে বিহারে(Bihar) তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার ৫ হাজার লিটার মদ। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি। 'ড্রাই স্টেট(Dry State)' বিহারে এত মদ কোথা থেকে এল? কার্যত স্তম্ভিত পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরে(Muzaffarpur)। নাকা চেকিং-এ হাতে আসে এই তেলের ট্যাঙ্ক। এরপর ওই এলপিকি ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই দেখা যায় তাতে তেল নয় তার বদলে রয়েছে মদ। জানা গিয়েছে ছট পুজো উপলক্ষেই চোরাচালান করা হচ্ছিল এই বিপুল পরিমাণ মদ। পুলিশের কাছে খবর ছিলই। সেই খবররে ভিত্তিতেই বাখরি চকের কাছে শুরু হয় নাকা চেকিং। এরপরই নাগাল্যান্ডের নম্বর প্লেট যুক্ত একটি ট্যাঙ্কারকে থামায় পুলিশ। শুরু হয় তল্লাশি। ট্যাঙ্কারের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শয় শয় মদের কার্টুন। ট্যাঙ্কারের ভিতরে আলাদা চেম্বার বানিয়ে চোরাচালান করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ মদ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তারা তিনজনই পঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে বলে খবর।

'ড্রাই স্টেট' বিহারে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার ৫ হাজার লিটার মদ