Liquor Price Hiked: সুরাপ্রেমীদের মাথায় হাত, ১ এপ্রিল থেকে বাড়ল মদের দাম
রিপোর্ট অনুযায়ী, নয়া আবগারি নীতি গত আর্থিক বছরের অর্থাৎ ২০২৩-২০২৪ সালের ২৯ জানুয়ারী অনুমোদিত হয়। মোদী মন্ত্রিসভার তরফে এই অনুমোদন দেওয়া হয়। নতুন আবগারি নীতি অনুযায়ী, দেশে মদের লাইসেন্স ফি ১০ শতাংশ বেড়েছে।
দিল্লি, ১ এপ্রিল: সুরাপ্রেমীদের (Liquor) মন ভাঙল। ১ এপ্রিল থেকে বাড়ল মদের দাম। নয়া আবগারি নীতির জেরে এবার থেকে দেশি কিংবা বিদেশি সব মদের ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা জানা যাচ্ছে বলে খবর। উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, এই ৩ রাজ্যে আজ থেকে মদের দাম বাড়ছে বলে জানা যাচ্ছে। নয়া আবগারি নীতির জেরে দেশের এই রাজ্যের মদ্যপ্রেমীদের মাথায় বজ্রাঘাত হতে চলেছে বলে মনে করছে বিভিন্ন মহল। এ বিষয়ে মদের ঠিকাদারদের কাছেও বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে ১ এপ্রিল থেকে নতুন দাম প্রযোজ্য হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথাও জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, নয়া আবগারি নীতি গত আর্থিক বছরের অর্থাৎ ২০২৩-২০২৪ সালের ২৯ জানুয়ারী অনুমোদিত হয়। মোদী মন্ত্রিসভার তরফে এই অনুমোদন দেওয়া হয়। নতুন আবগারি নীতি অনুযায়ী, দেশে মদের লাইসেন্স ফি ১০ শতাংশ বেড়েছে। আবগারি হারও বাড়ানো হয়। সেই কারণে আজ থেকে দেশে মদ ও বিয়ারের দাম বাড়ছে। নতুন আবগারি নীতির অধীনে, কেন্দ্রীয় সরকার আগামী আর্থিক বছরে এই ক্ষেত্র থেকে ৪৫ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
২০২২ সালের জুন মাসে একবার মদের দাম বাড়ানো হয়। এখন দেড় বছর পর আবারও মদের দামের হার বাড়ল। যা ১ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে বলে খবর।