Layoffs 2023: ফের ছাঁটাই, পেটিএম থেকে চাকরি যাচ্ছে ১ হাজার কর্মীর

নতুন করে ১০০০ কর্মীর চাকরি যাওয়ার খবরে কম্পানিতেও এর প্রভাব পড়বে। সংস্থার যে কর্মী রয়েছে,তার ১০ শতাংশকে এবার ছাঁটাই করা হতে পারে বলে খবর।

Photo Credits: IANS

দিল্লি, ২৫ ডিসেম্বর: ফের কর্মী ছাঁটাই। এবার পেটিএম (Paytm) থেকে চাকরি যাচ্ছে (Layoffs)  ১০০০ কর্মীর। সংস্থার বিভিন্ন দফতর থেকে কর্মীদের এই ছাঁটাই হবে বলে খবর। খরচ কমাতেই কম্পানির এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। বছর শেষে পেটিএম থেকে ১০০০ কর্মীর চাকরি যাওয়ার খবরে ফের আতঙ্ক ছড়িয়েছে কর্ম জগতে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক মাসে আরও কর্মীর ছাঁটাই পেটিএম থেকে হতে পারে বলে আশঙ্কা। গত কয়েক মাস ধরে পেটিএম থেকে একাধিক কর্মীর চাকরি যাচ্ছে। এবারও অব্যাহত সেই ধারা।

নতুন করে ১০০০ কর্মীর চাকরি যাওয়ার খবরে কম্পানিতেও এর প্রভাব পড়বে। সংস্থার যে কর্মী রয়েছে,তার ১০ শতাংশকে এবার ছাঁটাই করা হতে পারে বলে খবর। ইউপিআই প্ল্যাটফর্মগুলিবাই নাও, পে লেটার, এই অপশন চালু করার পর থেকেই তার প্রভাব পড়তে থাকে। তার জেরেই এবার পেটিএম থেকে এক হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে খবর।