Rahul Gandhi: বিষ্ণোই গ্যাংয়ের পরের নিশানা রাহুল গান্ধী, ওড়িশা অভিনেতার বেফাঁস মন্তব্যে শোরগোল, দায়ের FIR

ওড়িশা অভিনেতার এই পোস্ট রাতারাতি রাজনৈতিক দ্বন্দের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় ওঠে। কংগ্রেসের ছাত্র শাখা NSUI-এর তরফে বুদ্ধদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

Rahul Gandhi and Buddhaditya Mohanty (Photo Credits: ANI, X)

ওড়িশা চলচ্চিত্রের অভিনেতা বুদ্ধদিত্য মোহান্তির (Buddhaditya Mohanty) সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট গিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদিত্য লেখেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী নিশানা হওয়া উচিৎ রাহ্যল গান্ধী (Rahul Gandhi)। ওড়িশা অভিনেতার এই পোস্ট রাতারাতি রাজনৈতিক দ্বন্দের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় ওঠে। কংগ্রেসের ছাত্র শাখা NSUI-এর তরফে বুদ্ধদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নিজের বেফাঁস মন্তব্যের জেরে সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় ওড়িশা চলচ্চিত্রের অভিনেতা বুদ্ধদিত্য মোহান্তি (Buddhaditya Mohanty) লিখেছিলেন, 'জার্মানির ছিল গেস্টাপো। ইজরায়েলের কাছে আছে মোসাদ। আমেরিকার কাছে রয়েছে সিআইএ। এখন ভারতের আছে লরেন্স বিষ্ণোই, তাঁদের তালিকায় পরবর্তী নাম হওয়া উচিৎ এআইএমআইএম নেতা ওয়াইশি এবং রাহুল গান্ধী'। বিষ্ণোই গ্যাংয়ের ষড়যন্ত্রে খুন হয়েছেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। গ্যাং-এর তরফে বলিউড অভিনেতা সলমন খানকে () দিনের পর দিন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই আবহে বুদ্ধদিত্যর এমন এক বিস্ফোরক মন্তব্যের জেরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজমাধ্যম সর্বত্র সমালোচনা শুরু হয়েছে। ওড়িশা অভিনেতার নিন্দায় সরব হয়েছে সকলে।

হওয়া বেগতিক বুঝে তড়িঘড়ি নিজের করা পোস্ট মুছে ফেলেন তিনি। পালটা পূর্বের পোস্টের জন্যে ক্ষমাও চাইছেন। লিখছেন, 'রাহুল গান্ধীর ক্ষতি করা কিংবা তাঁর বিরুদ্ধে কিছু রটানো আমার পোস্টের লক্ষ্য ছিল না। তবে অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো অনুভূতিতে আঘাত করে থাকি তার জন্যে অন্তর থেকে ক্ষমাপ্রার্থী'।

গত ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রা এলাকার রাস্তায় তিন আততায়ী গুলিতে খুন হন এনসিপি নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique)। লরেন্স বিষ্ণোই গাংয়ের তরফে ঘটনার দায় স্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।



@endif