IB Warns Terror Attacks In India: দিল্লিতে হামলা চালাতে পারে আইএস-র সহযোগী নতুন জঙ্গি সংগঠন 'লস্কর-ই-খালসা', সতর্ক করল আইবি

রাজধানী দিল্লি (Delhi) এবং জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) হামলা চালাতে পারে আইএস-র সহযোগী নতুন সন্ত্রাসবাদী সংগঠন 'লস্কর-ই-খালসা' (Lashkar-e-Khalsa)। ভারতের স্বাধীনতা দিবসের (Independence Day) আগে এ ব্যাপারে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাদের তথ্য অনুযায়ী, বিশেষভাবে ভারতে জঙ্গি কর্মকাণ্ড চালাতে লস্কর-ই-খালসা গঠন করেছে আইএস। সংগঠনে যোগ দিয়েছে আফগান যোদ্ধারাও।

Red Fort Complex/Photo Credits: Pixabay

নতুন দিল্লি, ৪ অগাস্ট: রাজধানী দিল্লি (Delhi) এবং জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) হামলা চালাতে পারে আইএস-র সহযোগী নতুন সন্ত্রাসবাদী সংগঠন 'লস্কর-ই-খালসা' (Lashkar-e-Khalsa)। ভারতের স্বাধীনতা দিবসের (Independence Day) আগে এ ব্যাপারে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাদের তথ্য অনুযায়ী, বিশেষভাবে ভারতে জঙ্গি কর্মকাণ্ড চালাতে লস্কর-ই-খালসা গঠন করেছে আইএস। সংগঠনে যোগ দিয়েছে আফগান যোদ্ধারাও।

দশ পৃষ্ঠার একটি নোট জারি করেছে আইবি। তাতে রাজস্থানের উদয়পুর এবং মহারাষ্ট্রের অমরাবতীতে হিংসার ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। উগ্রবাদী দলগুলি দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে পারে বলে ওই নোটে সতর্ক করা হয়েছে। এছাড়া জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেছে আইবি। আইবি সতর্ক করেছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই লাল কেল্লার জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা উচিত। এবার লাল কেল্লার আশপাশে আরও নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পতাকা উত্তোলনের জায়গায় সীমিত লোকদের যেতে দেওয়া হবে। আরও পড়ুন: Mithilesh Chaturvedi Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

লস্কর-ই-খালসা ভারতে বসবাসকারী আফগানিস্তান ও সুদানের নাগরিকদের উপর হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে আইবি।