Odisha: ওড়িশার গ্রাম থেকে উদ্ধার ১৪ ফুটের কিং কোবরা

গ্রাম থেকে উদ্ধার হল ১৪ ফুটের কিং কোবরা (King Cobra)। বুধবার স্থানীয় বন বিভাগের কর্মীরা ওড়িশার (Odisha) কটকের বাদাম্বার একটি গ্রাম থেকে এই পুরুষ প্রাপ্তবয়স্ক কিং কোবরাটিকে উদ্ধার করে। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।

১৪ ফুটের কিং কোবরা (Photo: ANI)

কটক, ১৫ এপ্রিল: গ্রাম থেকে উদ্ধার হল ১৪ ফুটের কিং কোবরা (King Cobra)। বুধবার স্থানীয় বন বিভাগের কর্মীরা ওড়িশার (Odisha) কটকের বাদাম্বার একটি গ্রাম থেকে এই পুরুষ প্রাপ্তবয়স্ক কিং কোবরাটিকে উদ্ধার করে। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা একটি পরিত্যক্ত জায়গায় সাপটিকে দেখে রাজ্য বন বিভাগকে জানায়। এরপর বন বিভাগের একটি দল ওই গ্রামে যায়।

বন বিভাগের তরফে বলা হয়েছে, “স্থানীয়রা আমাদের জানায় যে তারা গ্রামে একটি কোবরা দেখেছে। এর পরে আমাদের সরকারি দল সাপটিকে উদ্ধার করতে গেছিল। সাপটি ১৪ ফুট লম্বা পুরুষ প্রাপ্ত বয়স্ক কিং কোবরা। যার ওজনের সাড়ে ৬ কেজির বেশি। পরে সাপটিকে গোপালপুরের তালচন্দ্রগিরি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছিল।”



@endif